দেখো, সকালটি কি সুন্দর!
অরুনোদয়ের রঙিন রেখা এখনো মুছে যায় নি,
তবে বুঝি, থামলো থামলো প্রায় পাখ-পাখালির কিচিরমিচির গান!
চলো না- নদীর পাড়ে বেড়িয়ে আসি। মৃদুমন্দ হেমন্তে মলয় পবন বহমান,
দোলরাত্রিযাপন শেষে-
ঘুম ঘুম চোখ যুগলে,
নদীতে নেমে, জল ছিটানোর খেলা করি!
তারপর, শুদ্ধ নয়নে ফিরবো ভালোবাসার আসরে, অনুরাগে-
কেটে যাবে সময় আনন্দলোকে অনন্তকাল!
অরুনোদয়ের রঙিন রেখা এখনো মুছে যায় নি,
তবে বুঝি, থামলো থামলো প্রায় পাখ-পাখালির কিচিরমিচির গান!
চলো না- নদীর পাড়ে বেড়িয়ে আসি। মৃদুমন্দ হেমন্তে মলয় পবন বহমান,
দোলরাত্রিযাপন শেষে-
ঘুম ঘুম চোখ যুগলে,
নদীতে নেমে, জল ছিটানোর খেলা করি!
তারপর, শুদ্ধ নয়নে ফিরবো ভালোবাসার আসরে, অনুরাগে-
কেটে যাবে সময় আনন্দলোকে অনন্তকাল!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন