সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

রাত যায় সূর্যের কাছে!

সামনে আঁধার? ভয় হয়?  
কিচ্ছু না! জীবনে সবার- এমনই মনে হয়!
আঁধার যতো বাড়ে বাড়ুক, ঢেউ যতোই হোক ত্রাসী ভাবের,
উত্থান-পতন; উভয়কে তুমি চুমু খেতে পারো বীরদর্পে-
আশা রাখো, এগিয়ে চলো নাবিক- সামনে উপকুল, উপদ্রবহীন।
যেমন ইচ্ছে- তুমি সাজাতে পারবে।
ধৈর্য্যসমেত শুধু মনে রেখো,
"রাত যায়- সূর্যের কাছে। ভোর হবেই!"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন