বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

সরস্বতী, জাগ্রত করো 'সুবোধ' এখনই!

সরস্বতী, জাগ্রত করো 'সুবোধ' এখনই!


হে শ্বেতপদ্মবসনা, দেবী সরস্বতী, শুভ্র রাজহংস বাহনে চড়ে-
এসো, শুভ লগনে- এসো, এসো প্রতি বাঙলির ঘরে ঘরে।
বাণী অর্চনা নাও, অর্ঘ্য-অঞ্জলি নাও, প্রাণখোলা ভালোবাসায়-
কাউকে দিওনা ফিরায়ে, বাঙালি যে আজ- সুবোধ শূণ্য প্রায়!
বোধ শূণ্য বাঙালি বোঝেনা- বুদ্ধি, বিদ্যা, শিল্পকলার মানে!
কেবল, পড়াশুনায় 'আত্মকেন্দ্রিক অর্থিক প্রেম সাধনা' জানে!
চিন্তার এ বাঁক ঘুরিয়ে দাও তুমি- ললিত বাণীর সুমধুর সুরে,
মানব কল্যাণে জ্ঞান প্রয়োগই পুজো, বাকি সব যাক দূরে।
শুভ্রতা খুঁজে পাক সবাই, চলুক- সজ্ঞানে মানবতার জয়ঢাক,
তোমার আশীষে- অন্তর জাগ্রত হোক, 'সুবোধ' জিতে যাক!

মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

ফুলের অগ্নিবাণ

ফুলের অগ্নিবাণ


ভেবে চিন্তে গাও গান ভ্রমর- ফুলের কানে,
প্রেমে সুখ স্বর্গরূপ, দুঃখ নিশ্চিত কামাগুনে,
এক ফুলে প্রেম, দুই ফুলে পাপ!
বহু ফুলে জীবন- দোযখের বাপ!
ভানে প্রেম উড়ন্ত ভ্রমর- মরে ফুলের অগ্নিবাণে।

করোনা ভাইরাস প্রতিরোধ

করোনা ভাইরাস প্রতিরোধ


করোনা ভাইরাস- প্রতিকারের কোন উপায় নেই জানা!
আক্রমণ প্রতিরোধে তাই- আতংক নয়, চাই সচেতনতা।
হলে কারো- জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট,
তাৎক্ষণিক চিকিৎসা নিতে হবে, কথা স্পষ্ট।
হাঁচি-কাশি দেবার পরে হাত ধোয়া উচিৎ ভীষণ,
চলার পথে সদা 'মাস্ক' পরা সবার প্রয়োজন।
হাত দিয়ে নাক-মুখ স্পর্শ করা যাবে না হুটহাট,
করোনা প্রতিরোধে, পরিস্কার-পরিছন্নতার ভুমিকাই বিরাট।
সচেতনা বাড়ুক সবার- থাকুক সবাই সুস্থ্য দেহ মনে,
করোনা সংক্রমণ থেকে- মুক্ত হোক মানব অতি দ্রুতক্ষণে।।

মুজিববর্ষে পণ

মুজিববর্ষে পণ


বাংলার স্বাধীনতা
লালসবুজ পতাকা
             এনে দিলেন যিনি,
তাঁকে স্মরণে
হৃদয়ে বরণে
               আমরা চিরঋণী।

মুজিববর্ষে আমরা সবাই
     তাই করেছি পণ,
তাঁর আদর্শ করবো পালন
      সারাটি জীবন।

রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

ধর্ষককে ত্যাজ্য করা পুরুষ বলছি!

ধর্ষককে ত্যাজ্য করা পুরুষ বলছি!


"হয়ে ধর্ষণের শিকার-
লজ্জায় ঢেকো না মুখ, হে বোন আমার।
বরং রক্তবর্ণ করো চোখ যুগল, তীব্র করো কন্ঠস্বর তোমার,
ধর্ষকের বিচারের দাবীতে- দাও গগন বিদারী হুংকার।"
যে সান্ত্বনা দিতে আসবে তাকে বলে দাও, "যাও চলে,
ধর্ষকের বাবা-মাকে গিয়ে নসিহত করো- তাদের ছেলে বখে গেছে বলে।"

তোমাকে ধর্ষিতা বলে নাক ছিটকানোর দুঃসাহস নেই কারও!
ধর্ষক পশু, পুরুষ জাতি থেকে বিচ্ছিন্ন, চিরতরে ত্যাজ্য!

ধর্ষককে ত্যাজ্য করা পুরুষ বলছি, শপথ করে-
"তুমি এখনও পবিত্র নারী এই জগত সংসারে।
যতোসব লজ্জা ধর্ষকেরই হোক, বাড়ুক ওর জীবন সংকট,
মুখ ঢেকে থাকুক ও, সামাজিক ভাবে হোক বয়কট।
অনুতাপ ধর্ষকেরা করুক, সর্বোচ্চ শাস্তি নিয়ে মরুক।
তোমার জীবন আগের মতোই স্বাভাবিক চলুক।"

একাকিত্বের ফিজিক্স

একাকিত্বের ফিজিক্স


একাকিত্বের অনুভূতি আজন্ম সঙ্গী খোঁজে মন...  
সঙ্গী 'সাধক-সাধিকা' যেরূপই হোক-
পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব, মহাবিশ্ব সর্বত্র এই খোঁজ চলে মানব জনমে।
অতীতের 'গুহা মানব' থেকে আগামীর 'গ্রহিক মানব' সভ্যতার কোটি কোটি বছরের অভিযোজনে-
যত চেষ্টা মানবের একাকিত্বের অনুভূতি থেকে!
ব্যক্তি একা- পরিবার খোঁজে, পরিবার একা- সমাজ খোঁজে, সমাজ একা- রাষ্ট্র খোঁজে,
রাষ্ট্র একা- বিশ্ব খোঁজে, বিশ্ব একা- অন্য গ্রহ খোঁজে, মহাবিশ্ব একা- বহুমহাবিশ্ব খোঁজে...
এতোকিছুর পর...
একা, বিদায় খোঁজে!
রয়ে যায় একাকিত্ব আগের মতো। যদিও শক্তির ব্যয় হয়, সরণ ঘটেনা- কাজ শূণ্য!

মানব জনমঃ একাকিত্বের ফিজিক্স মাত্র।

সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

অনেক বড় হবো

অনেক বড় হবো

- সাকিব জামাল

কথা দিলাম মাগো তোমায়
অনেক বড় হবো,
তোমার স্বপ্ন পুরণ করে
সুখপাখি এনে দেবো।

দু:খ-কষ্ট হবে বিলীন
দেখো, তুমি মা!
হাসির বন্যা বইবে সেদিন
কান্না করো না।

এবার একটু হাসো তুমি
আমায় কোলে নিয়ে,
আমায় দোয়া করো তুমি
আলতো চুমো দিয়ে।

রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

অন্তরে অস্তিত্বে একলা পুরুষ!

জীবন্ত জীবনে একলা হয়ে পড়ার মতো- বাড়ন্ত বড় কষ্ট দ্বিতীয়টি নেই!
যদিও প্রকৃতিমাতা একলা পাঠায় পৃথিবীর বুকে, একলা ডেকে নিয়ে যায় ফের,
তবুও একলা মন চায় না থাকতে, চায় না একলা দেহ চলুক সুখের খোঁজে,
চাওয়ানুযায়ী প্রাপ্তিযোগ উপেক্ষিত রেখে, প্রাপ্তিসূচক পরিতৃপ্তির ভঙ্গিমায়,
সাময়িক সামাজিক সঙ্গতি প্রকাশে-
দলবদ্ধ বলয়ের জন্যই আমৃত্যু কাজ করতে হয়!
মূলত আর্থিক প্রাধান্যবহুল কাজ, কায়িক ও মানসিক শ্রম সমেত।
কী অদ্ভুত কর্মী মৌমাছি জীবন!

পুরুষ: বংশগতির উভয় ক্রমোজোম বয়ে বেড়ানোর বাহকমাত্র-
অন্তরে অস্তিত্বে একলাই রয়ে যায় আজন্মকাল।।

বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

একটু হাসো সূর্যমামা

একটু হাসো সূর্যমামা

- সাকিব জামাল

সূর্যমামা, সূর্যমামা
বেড়াতে তুমি আসো,
পায়েস দিবো, পিঠা দিবো
একটু মুচকি হাসো!
শীতে কাবু, জবুথবু
কুয়াশায় ঢেকেছে সব,
ভালোবেসে হাসলে তুমি
হবে মুখর কলরব।

গন্তব্য আমার প্রেমের পথে

গন্তব্য আমার প্রেমের পথে

- সাকিব জামাল

গন্তব্য আমার প্রেমের পথে... তোমার কাছে, তোমারমূখী ।।
অথচ, মাঝে মাঝেই কুয়াশার নেকাব দৃষ্টিসীমা কমিয়ে দেয়!
শিশিরে পিচ্ছিল করে পথ, 'হেড লাইট' আলোক যথেষ্টতা হারায় ।
প্রেমের পথের সাথে সংযুক্ত হয় বিরহ পথ, সে মোড়ে- দিশাহীন হই!
বোধিকা সঙ্গত করে না ঠিকঠাক, চৈতণ্য চয়নিকা স্তিমিত স্বরূপ,
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে প্রায়! আমি হই- এক উদ্ভ্রান্ত বাউল ।
এমতাবস্থায়,জীবনে চলার পথে আমার 'সূর্যজ্ঞান সম্বনিতা'- তুমি!
কুয়াশার নেকাব সরাও,পথচলা উপযুক্ত করো, আলো দাও, হে সারথি-
গন্তব্য আমার প্রেমের পথে... তোমার কাছে, তোমারমূখী ।

একটু স্পর্শ দাও, কবিতা!

একলা কবিতা আসবে বলে- কতো রাত জেগে থাকি,
কখনো আসে ভালোবেসে, কখনো দেয় ফাঁকি!
হোক প্রেমের দেবীরূপে অথবা হোক দ্রোহের রুদ্ররূপে-
যদি আসো, যদি ভালোবাসো- তবে সৃষ্টি হয়!
                সৃষ্টি হয় সভ্যতার গতি সম্মূখে,
                সৃষ্টি হয় খাতায় নতুন পাতা জীবনে।
তুমি আসো, একটু স্পর্শ দাও,কবিতা!
যদিও জানি, স্বতঃস্ফুর্ততা ছাড়া তুমি আসোনা।
তবুও, আমার প্রতীক্ষার প্রহর যতো দ্রুত পারো ভাঙো।
তোমার স্পর্শ বিহীন, আমি অর্থহীন!
আমাকে অর্থবোধক করো...

বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

ঘুমের পরি

ঘুমের পরি

আকাশ থেকে ঘুমের পরি-
এখনই এসো নেমে,
সোনামণিকে ঘুম দিয়ে যাও
কান্না যাক থেমে।
ঘুমের দেশে ফুল বাগানে
সোনামণি করবে খেলা,
সুখের রাজ্যে আনন্দে ভাসবে
সোনামণি রাতের বেলা।
কোরোনা দেরি ঘুমের পরি
তাড়তাড়ি কাছে আসো,
মা'র মতো আদর সোহাগে
সোনামণিকে ভালোবাসো।
ঘুমের পরি এসে বলে,
"জেগে থেকোনা আর!
শুভরাত্রি, আমার সোনামণি,
নাও ঘুম উপহার।"


হঠাৎ করিয়া গেলি চলিয়া

হঠাৎ করিয়া গেলি চলিয়া


হঠাৎ করিয়া গেলি চলিয়া
আমারে তুই ছাড়িয়া,
এখন শুনি কান্দ বসিয়া-
আঁচলে মুখ ঢাকিয়া।।

প্রেমের কালে কতো কইলাম
আমিই তোর আপনজন,
বুঝলি না তুই আমার কথা
ভাবলি মিথ্যা আয়োজন।
এখন আর কী লাভ হবেগো
পিছনের কথা ভাবিয়া।।

প্রেমের দাম যে জানে না
দুঃখ তার আজীবন,
সুখের আশা যায় যে বৃথা
দুই মনেরই মরণ।
আমারে ভুলিয়া যারে তুই,
আমি) কষ্ট যাবো সহিয়া।।
-----------
কবিতার ধরণ: পল্লীগীতির লিরিক।

বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

বিরহের চিত্রলিপি

নিয়ত বিরহের আগুনে পুড়ে হৃদয় হয়- 'কয়লা', নয়নের জল মিশে তা- কালি!
রাতজাগা পাখির পালকে বেদনার আঁচড়ে,
মধ্যরাত্রির নির্জনে,
নিস্তব্ধতামাখা কালের ক্যানভাসে আঁকি-
বিরহের কবিতা আমার!
মহাবৈশ্বিক স্মৃতি ভাণ্ডারে পাতায় পাতায় সঞ্চিত করে সাজাই বই,
কেউ পড়ে কিনা- আজ অবধি জানতে পারি নি!

বিরহের চিত্রলিপি: জগতের সবচে' দুর্বোধ্য কবিতার ক্যানভাস।
-------------
০২.০১.২০২০ । যাত্রাবাড়ি, ঢাকা।
রাত দুটো নির্ঘুম চোখে।

ইয়ার টি টুয়েন্টি!

সময় চলে এগিয়ে সামনে, সামনে চলো তুমি,
মাতো হর্ষে নতুন বর্ষে, ইয়ার টি টুয়েন্টি!
চার মারো, ছক্কা মারো, জীবন তোমার হোক সফল,
দুঃখ দুদর্শা আউট করো, হোক ভালো দিন বদল।
স্বপ্ন গড়ার মাঠে তুমি- খেলে যাও দুর্দান্ত!
শুভেচ্ছা তোমায় নতুন দিনের, শুভ কামনা অনন্ত।