একাকিত্বের অনুভূতি আজন্ম সঙ্গী খোঁজে মন...  
সঙ্গী 'সাধক-সাধিকা' যেরূপই হোক-
পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব, মহাবিশ্ব সর্বত্র এই খোঁজ চলে মানব জনমে।
অতীতের 'গুহা মানব' থেকে আগামীর 'গ্রহিক মানব' সভ্যতার কোটি কোটি বছরের অভিযোজনে-
যত চেষ্টা মানবের একাকিত্বের অনুভূতি থেকে!
ব্যক্তি একা- পরিবার খোঁজে, পরিবার একা- সমাজ খোঁজে, সমাজ একা- রাষ্ট্র খোঁজে,
রাষ্ট্র একা- বিশ্ব খোঁজে, বিশ্ব একা- অন্য গ্রহ খোঁজে, মহাবিশ্ব একা- বহুমহাবিশ্ব খোঁজে...
এতোকিছুর পর...
একা, বিদায় খোঁজে!
রয়ে যায় একাকিত্ব আগের মতো। যদিও শক্তির ব্যয় হয়, সরণ ঘটেনা- কাজ শূণ্য!

মানব জনমঃ একাকিত্বের ফিজিক্স মাত্র।