জীবন্ত জীবনে একলা হয়ে পড়ার মতো- বাড়ন্ত বড় কষ্ট দ্বিতীয়টি নেই!
যদিও প্রকৃতিমাতা একলা পাঠায় পৃথিবীর বুকে, একলা ডেকে নিয়ে যায় ফের,
তবুও একলা মন চায় না থাকতে, চায় না একলা দেহ চলুক সুখের খোঁজে,
চাওয়ানুযায়ী প্রাপ্তিযোগ উপেক্ষিত রেখে, প্রাপ্তিসূচক পরিতৃপ্তির ভঙ্গিমায়,
সাময়িক সামাজিক সঙ্গতি প্রকাশে-
দলবদ্ধ বলয়ের জন্যই আমৃত্যু কাজ করতে হয়!
মূলত আর্থিক প্রাধান্যবহুল কাজ, কায়িক ও মানসিক শ্রম সমেত।
কী অদ্ভুত কর্মী মৌমাছি জীবন!
যদিও প্রকৃতিমাতা একলা পাঠায় পৃথিবীর বুকে, একলা ডেকে নিয়ে যায় ফের,
তবুও একলা মন চায় না থাকতে, চায় না একলা দেহ চলুক সুখের খোঁজে,
চাওয়ানুযায়ী প্রাপ্তিযোগ উপেক্ষিত রেখে, প্রাপ্তিসূচক পরিতৃপ্তির ভঙ্গিমায়,
সাময়িক সামাজিক সঙ্গতি প্রকাশে-
দলবদ্ধ বলয়ের জন্যই আমৃত্যু কাজ করতে হয়!
মূলত আর্থিক প্রাধান্যবহুল কাজ, কায়িক ও মানসিক শ্রম সমেত।
কী অদ্ভুত কর্মী মৌমাছি জীবন!
পুরুষ: বংশগতির উভয় ক্রমোজোম বয়ে বেড়ানোর বাহকমাত্র-
অন্তরে অস্তিত্বে একলাই রয়ে যায় আজন্মকাল।।
অন্তরে অস্তিত্বে একলাই রয়ে যায় আজন্মকাল।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন