ফুলের অগ্নিবাণ
ভেবে চিন্তে গাও গান ভ্রমর- ফুলের কানে,
প্রেমে সুখ স্বর্গরূপ, দুঃখ নিশ্চিত কামাগুনে,
এক ফুলে প্রেম, দুই ফুলে পাপ!
বহু ফুলে জীবন- দোযখের বাপ!
ভানে প্রেম উড়ন্ত ভ্রমর- মরে ফুলের অগ্নিবাণে।
প্রেমে সুখ স্বর্গরূপ, দুঃখ নিশ্চিত কামাগুনে,
এক ফুলে প্রেম, দুই ফুলে পাপ!
বহু ফুলে জীবন- দোযখের বাপ!
ভানে প্রেম উড়ন্ত ভ্রমর- মরে ফুলের অগ্নিবাণে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন