নিয়ত বিরহের আগুনে পুড়ে হৃদয় হয়- 'কয়লা', নয়নের জল মিশে তা- কালি!
রাতজাগা পাখির পালকে বেদনার আঁচড়ে,
মধ্যরাত্রির নির্জনে,
নিস্তব্ধতামাখা কালের ক্যানভাসে আঁকি-
বিরহের কবিতা আমার!
মহাবৈশ্বিক স্মৃতি ভাণ্ডারে পাতায় পাতায় সঞ্চিত করে সাজাই বই,
কেউ পড়ে কিনা- আজ অবধি জানতে পারি নি!
রাতজাগা পাখির পালকে বেদনার আঁচড়ে,
মধ্যরাত্রির নির্জনে,
নিস্তব্ধতামাখা কালের ক্যানভাসে আঁকি-
বিরহের কবিতা আমার!
মহাবৈশ্বিক স্মৃতি ভাণ্ডারে পাতায় পাতায় সঞ্চিত করে সাজাই বই,
কেউ পড়ে কিনা- আজ অবধি জানতে পারি নি!
বিরহের চিত্রলিপি: জগতের সবচে' দুর্বোধ্য কবিতার ক্যানভাস।
-------------
০২.০১.২০২০ । যাত্রাবাড়ি, ঢাকা।
রাত দুটো নির্ঘুম চোখে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন