"হয়ে ধর্ষণের শিকার-
লজ্জায় ঢেকো না মুখ, হে বোন আমার।
বরং রক্তবর্ণ করো চোখ যুগল, তীব্র করো কন্ঠস্বর তোমার,
ধর্ষকের বিচারের দাবীতে- দাও গগন বিদারী হুংকার।"
যে সান্ত্বনা দিতে আসবে তাকে বলে দাও, "যাও চলে,
ধর্ষকের বাবা-মাকে গিয়ে নসিহত করো- তাদের ছেলে বখে গেছে বলে।"

তোমাকে ধর্ষিতা বলে নাক ছিটকানোর দুঃসাহস নেই কারও!
ধর্ষক পশু, পুরুষ জাতি থেকে বিচ্ছিন্ন, চিরতরে ত্যাজ্য!

ধর্ষককে ত্যাজ্য করা পুরুষ বলছি, শপথ করে-
"তুমি এখনও পবিত্র নারী এই জগত সংসারে।
যতোসব লজ্জা ধর্ষকেরই হোক, বাড়ুক ওর জীবন সংকট,
মুখ ঢেকে থাকুক ও, সামাজিক ভাবে হোক বয়কট।
অনুতাপ ধর্ষকেরা করুক, সর্বোচ্চ শাস্তি নিয়ে মরুক।
তোমার জীবন আগের মতোই স্বাভাবিক চলুক।"