সোমবার, ৩১ আগস্ট, ২০২০

হবেতো কৃষাণী আমার?

 

হবেতো কৃষাণী আমার?

- সাকিব জামাল

মনোসঙ্গম করেছি তোমার সাথে, গতরাতে, কৃষকধ্যানে!
লাঙ্গল দিয়ে ফালি ফালি করেছি স্বপ্নের জমিন। হালকা হালকা বৃষ্টি ছিলো-
মই দিয়ে, সহজে, সমতল করেছি উঁচু-নিচু বুক। থেমে থেমে-
শ্রমে-বিশ্রামে সাজিয়েছি কাঙ্ক্ষিত বীজতলা।


তারপর, উন্নত ডিএনএ ধারক বীজ বুনেছি যতনে। কিছুদিন, কিছুক্ষণ পরে-
স্বপ্নের জমিন হলো- সবুজ উদ্যান। যৌবনা ধানগাছে ফসলের মৌঘ্রাণ।
সোনালী ফসলে- আনন্দে নেঁচে ওঠে প্রাণ, পাগলপ্রায় ভালোবাসায়-
আত্মজ-আত্মাজার সমৃদ্ধ হাসি গানে!
সার্থক হলো সঙ্গম আমার সুফলা কৃষকধ্যানে!


রাত শেষ। সূর্য উঠে গেছে। ফের রাতে, প্রতিরাতে-
মন চায়- তোমায় নিয়ে স্বপ্ন দেখবো আবার!
বলো, হবেতো কৃষাণী আমার?

মহররম

 

মহররম

- সাকিব জামাল

মাটির বুক থেকে রক্ত, ফিনকি দিয়ে পৌঁছে যায় আকাশ অবধি-
নীল আকাশে ছোপ ছোপ লাল রঙের বিষাদ!
কালো পতাকা ওড়ে ফোরাত নদীর পাড়ে,
ধূ ধূ বালুচরে পরে থাকে-
তেত্রিশটি বর্শা, চৌত্রিশটি তরবারির আঘাতে-
নিথর, নবীজির দৌহিত্র।
জালিম ইয়াজিদ, হিংস্রতার শরাবে মত্ত,
চাই তার- হোসাইনের বিচ্ছিন্ন মস্তক!
খুনি সীমার, বাজায় রক্তাক্ত খঞ্জরে- বেদনার সপ্তক!
সেদিন থেকে, মুসলিম জাহান, বেদনা বুকে নিয়ে করে বাস।
মহররমে বিষাদে, অন্ধকারে ঢেকে যায়- ইসলামের ইতিহাস!

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

লুকোচুরি খেলা

এই কাছে পাই তোমায়
এই পাই না,
লুকোচুরির এ খেলা, কিগো-
শেষ হবে না।।


হঠাৎ সোনালী রোদ
হঠাৎ বৃষ্টি নামে,
হঠাৎ প্রেম তোমার
হঠাৎ বিরহে থামে!
ভালোবাসার আসা-যাওয়া
ভালো লাগে না।
লুকোচুরির এ খেলা, কিগো-
শেষ হবে না।।


ক্ষণিক হাসো তুমি
ক্ষণিক করো মান,
ক্ষণিক ভাসাও আমায়
ক্ষণিক ডুবাও প্রাণ!
সুখ দুখের উথাল পাথাল
আর সয় না!
লুকোচুরির এ খেলা, কিগো-
শেষ হবে না।।

বুধবার, ২৬ আগস্ট, ২০২০

অপরূপা শরৎ (সনেট)

 

অপরূপা শরৎ (সনেট)

- সাকিব জামাল

শরতের সারথি সে- শাদা কাশফুল,
শিশির শুভ্রতা ভেজা- ঐ শিউলিদল,
স্নিগ্ধতা নদীর বুকে- জল টলমল,
ভেসে চলা মেঘকূল- আকাশে অতুল।
মেঘ-সূর্য লুকোচুরি- সৌন্দর্য্য প্রতুল,
সবুজের মাঠে ধান- নাঁচে নৃত্যদল,
গানে গানে ওড়ে পাখি- উচ্ছল সকল,
উঁচু শিরে ফুটে ওঠা- শাপলার ফুল।

শরৎ সারথিসব- মনে দেয় দোলা,
প্রশান্তির ছোঁয়া লাগে- হৃদয়ে গহীন।
ঋতুরানি অপরূপা- শরৎ দারুণ!
প্রেম আবেদন তার- যায় না যে ভোলা,
বাংলার শরত প্রেমে- দৃঢ়তা কঠিন।
বারবার প্রেমে পড়ে- হয়ে যায় খুন!

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

হরিজন পল্লীগীতি!

 

হরিজন পল্লীগীতি!

সাকিব জামাল

গতকাল রাতে, আমি আকাশে ভেসে বেড়েছি কিছুক্ষণ
আনন্দ শেষে, ক্লান্তি নামে, মেঘ করে মনে-
আমি গলে গলে ক্ষয়ে পরি!
রাস্তায় জ্বলছিলো সরকারি ল্যামপোস্ট,
সে আলোয় নিজেকে দেখি- বৃষ্টির ফোটা, পৃষ্ঠটানে বৃত্তবন্দি-
গোলাকার, স্বরূপ পরিবর্তনের চেস্টা যেখানে দুঃসাধ্য!
চিকচিক রোশনাই ছিলো স্বল্পস্থায়ী স্বপ্নের মতো!
তারপর, আরো আরো নিম্নমুখী অভিকর্ষজ বলে-
আমাকে ফেলে দেয় পথের ধুলোয়,
পদদলিত হতে থাকি অবিরত!
অদূরে হরিজন পল্লী। ভেসে আসে আজন্ম দুঃখের সুর।
আমি শুনি সে গান, আর কেউ শোনে কিনা জানি না!

সোমবার, ২৪ আগস্ট, ২০২০

লাল কাপড় ও একটি কালো ষাড়!

 

লাল কাপড় ও একটি কালো ষাড়!

- সাকিব জামাল

একটি কালো ষাড় হেটে চলছে...
সামনে ওড়াও লাল কাপড়-
শান্ত নাকি উগ্র? পরীক্ষা হয়ে যাক!
যদি সমাজ কিংবা রাজকাহনে-
কালো মনের মানুষের হিংস্রতা বুঝতে চাও,
দ্রোহপ্রেমে লাল রঙ করো তোমার যুগল চোখ!
অথবা বজ্রমুষ্টিবদ্ধ হাতে ওড়াও লাল নিশান-
পথের সাথীকে চিনে ফেলা পরীক্ষাটি আগে হোক!
তারপর, বঞ্চিতদের অধিকার আদায়ে-
তোমার ছক আঁকো,
দূর করো কালো মনের দৌরত্ব।


রবিবার, ২৩ আগস্ট, ২০২০

আমাকে ভালোবাসতে বারণ!

 

আমাকে ভালোবাসতে বারণ!

- সাকিব জামাল

দুঃখিত, আমাকে ভালোবাসতে বারণ!
বারণের কারণ-
চাল-চুলোহীন আমার, কিছুই নেই-
হৃদয়জুড়ে কেবল আছে- একটি বাউলে মন!
ভালোবাসলে তাই-
দু' চারটি গান বা কবিতা পেতে পারো-
তোমাকে উৎসর্গ করে,
কয়েকদিন চলতে পারে, তারপরে,
এভাবে চলবে না তোমার!
তারচে' বরং ভালোবাসো কোন রাজপুত্র-
হবে সব ইচ্ছে পূরণ!
শাড়ি, চুড়ি, গয়না... সবকিছু থাকবে- তোমার হাতের মুঠোয়!
তবে বলতে পারি না, কবিতা বা গানের সুরে-
তোমার ঘুম ভাঙার অপেক্ষা কেউ করবে কিনা- রাত দু'টোয়!
দুঃখিত, আমি! দিতে পারবো না-
মিথ্যে কোন আশার বাণী।
তুমিও, আমাকে বুঝতে বলো না-
সামষ্টিক অর্থনীতি!
আমি, বাউলে মনেই থাকি...

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

বরফ সম্পর্ক!

 

বরফ সম্পর্ক!

- সাকিব জামাল

উষ্ণ ভেবে- চেয়েছি জল,
পেয়েছি বরফ। সম্পর্ক শীতল!
তারপর অপেক্ষা...
অপেক্ষা করছি, যদি বরফ গলতে শুরু করে কখনো-
তৃষ্ণা মেটাবো জলে তখন!
ভয় পিছে-
পরিসংখ্যান বলে, আশি শতাংশ বণিক
তোমার উঠোনে পসরা সাজিয়ে বসে আছে-
জনকল্যাণে!
সেখানে প্রেমিক-
কোন বাটখারায় সঠিক ওজন পাবে-
ভালোবাসার!


বরফ শীতল সম্পর্ক চলমান...
রাজনীতি নেই রাজনীতিবিদের হাতে!
প্রেম হাতে নেই প্রেমিকের!

মাছরাঙা

 

মাছরাঙা

- সাকিব জামাল

মাছরাঙা ভীষণ পছন্দের পাখি আমার।
তুমিও ওকে ভালোবাসতে পারো। ভালোবাসতে পারো এজন্যে-
কী দারুণ কৌশলী ধ্যাণ তার!
অসাধারণ ধৈর্য্যশক্তি! লক্ষ্যে স্থিরতা- চমৎকার!
আমি, যখন জীবন ও সংগ্রামে-
অস্থিরতায় ভুগি, ধৈর্য্য হারাই কিংবা লক্ষ্য ভুলে হারিয়ে ফেলি খেই,
তখন পুকুরপাড়ে যাই, ওকে দেখি।
অথবা সে সুযোগ না-পেলে, ওর কথা মনে মনে ভাবি।
তুমিও মাঝে মাঝে মাছরাঙাকে ভাবতে পারো মনে।।

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

লালনিয়া

 

লালনিয়া

- সাকিব জামাল

লালনিয়া, প্রেমের দেবী আমার, সাধিকা সই।
ফুলের কলি হয়ে আছো দূরে, কোন কাননে?
যুবক কবি'র আকুতি একটু শোনো-
ভালোবেসে, শেখাও- জীবনের সহজ পাঠ!
কলি থেকে ফুল হয়ে ফোটো!
শোনো, “পারে লয়ে যাওয়ার আকুতি আমার!”
একলা ঘাটে বসে থাকার কষ্টটুকু বোঝো।

লালনিয়া, প্রশান্তির প্রতিমা আমার,
গন্তব্য আমার তোমার কাছে, তোমারমূখী প্রেমে-
এ যাত্রায় বাধ সেজো না, অবহেলায় যেন না-যায় থেমে।
তোমার অবহেলায়- হই দিকভ্রান্ত,
তোমার ভালোবাসায়- মনমহাসাগর প্রশান্ত!
অশান্ত মনে আমার দাও তোমার শান্ত ছোঁয়া
উত্তাল ঘূর্ণিঝড় থেমে যাক!
থেমে যাক কালো মেঘের দৌরত্ব,
কেটে যাক আঁধারের হুংকার-
তাড়া করে যতো জীবনে আমার!

লালনিয়া, দেখো, আকাশে উঠেছে চাঁদ-
পরিপূর্ণ জোছনাবতী, আমার আরতি
তোমার জন্যে, গ্রহণ করো-
চাঁদের সাথে আরেকটি চাঁদ আঁকড়ে ধরো!
চাঁদের গায়ে লাগুক চাঁদ
আলোয় মিশুক আলো -
পৃথিবী জ্বলুক স্নিগ্ধ প্রেমে!
ভালোবাসার জোছনাধারা বয়ে যাক-
সকলের মনে মনে।
পৃথিবী ভীষণ প্রেমহীন হয়ে পরেছে!
তোমার কি আমার- চুপ থাকা পাপ!
দেখো, চাঁদের টানে সমুদ্র জলে ঢেউ জেগেছে,
নদ-নদীর বুক বেয়ে বেয়ে যেতে চায় সমতলে,
এসো, ধুয়ে ফেলি, মুছে ফেলি- সকল পাপ
সহজিয়া সে শুদ্ধ প্রেমের জলে।
শুনতে চাই- গঙ্গা, যমুনা ও সরস্বতী-
তিন নদীর মোহনায় মিশে যাওয়া-
ছলাৎ ছলাৎ জলের গান-
ত্রিবেনীসংগমে!

লালনিয়া, সূর্যজ্ঞান সমন্বিতা আমার-
দৃশ্যমান দুটো চোখ আছে!
কিন্তু দেখার জন্যে-
তিনটি চোখের প্রয়োজন হয়, আমি জানি।
তৃতীয় চোখের জাগরণে-
তোমার সহৃদয় স্পর্শ চাই আমার।
ছুঁয়ে দাও আমায় ভালোবেসে- দেরি করো না!
যতোক্ষণ দেরি তোমার, ততোক্ষণ অন্ধ আমি!
আমাকে করো তৃতীয় চোখ দান!
দৃষ্টিদর্শন শেখাও-
তিন চোখে দেখার কৌশলে!
লুকায়িত তৃতীয়দৃষ্টির উদয়ে-
‘এই মানুষে সেই মানুষ আছে’
খুঁজতে শেখাও।
চিনতে শেখাও- আপনারে, আপন খবরে।

লালনিয়া, দেখো, সবুজের বুকে-
লেগেছে কাশফুলের নরম ছোঁয়া।
প্রকৃতির বুকে ঢেউ জাগলে প্রেমের -
পুরুষের বুকেও দোলা লাগে তার।
অথচ, শূণ্য বুক আমার!
জানি, প্রকৃতির সাথে তোমার মেলামেশা বেশ-
আমাকে দাও তার একটুখানি আবেশ!
দেখো, নীল আঁকাশে সাদা সাদা সমুদ্রজলের মেঘ
ভেসে যায়- পাহাড়মুখী,
পাহাড়ের বুকে আছরে পরে-
নিজেকে বিলীন করে দেয়,
এমন ক্ষয়ে-
ভালোবাসার স্পর্শ জয়ের সুখ আছে!
আমাকেও তেমন সুখ দাও,
তোমার সাথে মিশে- একাকার হয়ে হই ফানা!
লালনিয়া, শোনো, কে যেন বাজায় বাঁশি-
চলছে অষ্টমী তিথি কৃষ্ণপক্ষের!
আমি বাজাবো বাঁশি কৃষ্ণপ্রেমে-
তুমি সঙ্গত দিও রাধারূপে।
হারিয়ে ফেলি যদি ‘সপ্তসুর’ জনমে জনমে-
তাল ধরিয়ে দাও তুমি পরমের পরমে!
পৃথিবীর বুকে মানবজনমে ভালোবাসার সুর বিতানে-
দূর হোক অসুরের অনাকাঙ্ক্ষিত অগমন- বিনাশী গানে।

লালনিয়া, তুমি হৃদয়ের রাণী আমার-
পরিচালনা করতে পারো তুমি দুর্দান্ত প্রতাপে
মনের সিংহাসন আমার!
কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য-
আশ্রিত সব শত্রুদল করে দাও নিশ্চিহ্ন।
সহজ শুদ্ধ প্রেম সাধনে-
গড়ে তোলো সেথায় এক সহজিয়া রাজ্য!
প্রাণী থেকে মানুষ করে-
গড়ো আমায় প্রজারূপে- জাত গোত্র ভেদাভেদহীন মনে।
তুমি রাণী, সর্বময়, আমার মনের সিংহাসনে!

‘সময় গেলে সাধন হবে না’
সে চিন্তায় আমার- বাড়ছে উদ্বিগ্নতা!
প্রেম নিবেদন, করো গ্রহণ- আমার লালনিয়া।
তুমিই আমার দীক্ষাগুরু, জীবন সহজিয়া।।   


রবিবার, ১৬ আগস্ট, ২০২০

রাসেল সোনা

 

রাসেল সোনা

সাকিব জামাল

আগস্ট এলে, মনটা কাঁদে-
রাসেল সোনার জন্যে,
শিশুদের মাঝে, খুঁজি তাঁকে-
হয়ে আমি হণ্যে।


জানি, সে আসবে না ফিরে-
এই বাংলায় আর,
তবু, মানতে কষ্ট হয় ভীষণ-
নির্মম মৃত্যু তার!


এতোটুকু সোনার শিশু
খুন করেছে যারা,
ওরা হায়েনা, ওরা শকুন
মন্দ মানুষ তারা!


বহুবছর পরে, হয়েছি খুশি-
খুনিদের হয়েছে ফাঁসি,
এসো বন্ধুরা, সারাজীবন আমরা-
রাসেলকে ভালোবাসি।

--------------

বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

ব্যাকগ্রাউন্ড

 

ব্যাকগ্রাউন্ড

- সাকিব জামাল

দিন শেষে, হিসেব কষে- ব্যাকগ্রাউন্ড সাদা রেখো তোমার!


সাদা ব্যাকগ্রাউন্ডে ছবি যেমন স্পষ্ট কথা বলে চোখে, রেটিনার প্রতিবিম্বে, তেমন-
মানসপটের ব্যাকগ্রাউন্ডঃ যতো সাদা, ততো প্রতিফলন মনুষ্যত্বের, প্রতিবিম্ব- প্রকৃত মানুষের।
জেনো, অহমের রঙ কালো!
         মোহের রঙ কালো!
         এরূপ কালো কালো যতো অন্ধকার-
         শুদ্ধতার ইরেজারে মুছে মুছে সাদা করো সব।


দিন শেষে, হিসেব কষে- ব্যাকগ্রাউন্ড সাদা রেখো তোমার।।

বুধবার, ১২ আগস্ট, ২০২০

বাজাও অষ্টমীর বাঁশি

 

বাজাও অষ্টমীর বাঁশি

- সাকিব জামাল

দুর্বার আঁধার ফের এসেছে পৃথিবীর বুকে,
থামাতে পারছে না কেউ!
দিন দিন মানুষেরা হারিয়ে ফেলেছে বোধ।
মানবিক আচরণ বিলুপ্তির পথে।
ত্রাসের আঁধারে গ্রাস হয়ে যাচ্ছে সব।
যেন কুরুক্ষেত্র সর্বত্র, চলছে যুদ্ধ।
দুঃসময়ে মানবতা।
লঙ্ঘিত মানবাধিকার।


কে হবে ত্রাতা এই সময়ে,
কে হবে আঁধার তাড়ানোর অবতার?
অসুর বধ করে, রক্ষা করতে হবে মনভূমি।
শান্তির সুর চাই। চাই পবিত্র হোক পৃথিবী।


রাধা-কৃষ্ণের উত্তরসূরি সকল,
দ্রুত এসো, চলছে অষ্টমীর তিথি...
জ্বালাও আলোর বীথি। বাজাও বাঁশি কৃষ্ণের।
অষ্টমীর বাঁশির সুরে- আঁধার কেটে যাক ফের।।


মাঝরাতে টাপুর টুপুর!

 

মাঝরাতে টাপুর টুপুর!

- সাকিব জামাল

আজ রাতে বৃষ্টি হতে পারে,
তোমার চোখের ইশারায়, সন্ধ্যাবেলায়, পেয়েছি পূর্বাভাস!
ক্যামন, ক্যামন চাহনি চোখে, প্রেম প্রেম জোনাক জ্বলে।
ঢেউ তোলে সমুদ্রে উত্তাল, আলো-জল খেলা করে।
বাষ্পেরা করে মেহেদি বাটার গান।
মেঘদল সাজায় পালঙ্ক আকাশে।
ভেসে আসে সুরভি তোমার, ভালোবেসে দখিনা বাতাস।
ক্যামন, ক্যামন চাহনি চোখে! বৃষ্টির পূর্বাভাস!


মাতাল সময় এগিয়ে চলে যেন চুপ চুপ মাঝরাতের রানার!
শীতল শীতল স্পর্শে নিস্তব্ধতা নেমে আসে ধীরে ধীরে...
বোধকরি, বিরহে জমানো এতোদিনের দীপক রাগ,
থেমে যাবে এবার- তোমার মেঘমাল্লার রাগে!


সন্ধ্যার ইংগিত মিলে যায়- মাঝরাতে গুলবাগে!
টাপুর টুপুর, ঝিরি ঝিরি...


রবিবার, ৯ আগস্ট, ২০২০

কামদেবী

 কামদেবী 

-সাকিব জামাল 

আমি প্রার্থনা করি 
তোমাকে
তুমি কামনার দেবী।
তোমাকে অবাক
বিস্ময়ে দেখি আমি!
তোমার সুউন্নত বক্ষ
তোমার পেশীময় উরু
তোমার নাভীশৃঙ্গ
তোমার তরতাজা যোনি
সবই বাসনা অগ্নি!
তুমিই তাই
একমাত্র প্রার্থিত নারী।
তোমার ঠোঁট 
তোমার চোখ
আমার ধ্বংস!
আমি নিজেকে আবিষ্কার করি
বেপরোয়া 
জ্ঞানহীন
উন্মাদ 
নাবিক
খুঁজে বেড়াই তাই
ভাস্কো দা গামা কিংবা কলম্বাসের মত
নতুন দেশ 
নতুন প্রজন্ম।
প্রার্থনা করি তোমাকে 
স্তুতি গাই তোমার 
তোমার স্তনের,
যোনির আর
রাত্রিবেলায় তোমার সুনিপুণ 
কর্মদক্ষতার।
আমার তৃষ্ণার্ত হৃদয় 
পরিপূর্ণ হোক আজি
হে কামদেবী 
তোমার অমৃত সুধায়।

ইনসমনিয়া

 

ইনসমনিয়া

- সাকিব জামাল

যেদিন ভেঙেছো প্রেমের ঘর
আমার ঘুম আসে না তারপর,
সেদিন থেকে ইনসমনিয়া চোখে
দুঃখে ভরা এই অন্তর।।


সারারাত এখন জেগে থাকি
একলা একা ঘরে,
বিরহের ঝড় বয়ে চলে
বারোটি মাস ধরে।
দু চোখের পাতা দিয়েছে আড়ি
মিলে না পরস্পর।।


চোখেরা শুধু চেয়ে থাকে
তোমার পথের দিকে,
ফিরে আসার স্বপ্ন সকল
চায় না হোক ফিকে।
তোমার অপেক্ষায় চোখের পাতায়
নির্ঘুম অষ্ট প্রহর।।


আগস্টের শপথ

 

আগস্টের শপথ

- সাকিব জামাল

বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকর করা হয়েছে,
বাঙালির কলঙ্ক তিলক মুছে গেছে কিছুটা।  
তবে জাতি পুরোপুরি কলঙ্কমুক্ত হয় নি বোধহয়!
হলফ করে বলা যায়, বঙ্গবন্ধুর সোনার বাংলায়-
যেসব দুর্বৃত্ত, দুর্জন ব্যক্তিরা এখনো
প্রতিনিয়ত বঙ্গবন্ধুর আদর্শকে খুন করছে,
মুখোশের আড়ালে থেকে, পঁচাত্তরের খুনিদের মতো-
ওরাও ভয়ঙ্কর ভীষণ! ওদের বিচার হওয়া উচিত।
মনস্তাত্ত্বিক ফাঁসি চাই ওদের।
চাই সামাজিকভাবে বয়কট করে-
মানসিকভাবে দূর্বল করে দেয়া হোক ওদের।
সর্বস্তরের বাঙালিকে, আগস্টে, নিতে হবে আদর্শিক শপথ,
দেশের দুর্বৃত্তায়নের চক্র ভেঙে ফেলাই হলো-
প্রস্তাবিত মনস্তাত্ত্বিক ফাঁসি কার্যকর করবার একমাত্র পথ।

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

চিরন্তন দু'খন্ড মেঘ!

চিরন্তন দু'খন্ড মেঘ!

- সাকিব জামাল

জন্মসূত্রে পাওয়া দু'চোখে চিরন্তন দু'খন্ড মেঘ-
জীবনজুড়ে ঘুরে ঘুরে নেঁচে বেড়ায়।
দুঃখরা যখন মুখরিত হয়ে ওঠে-
পাহাড়ীনাক, দুপাশে যার উপত্যকা, সেখানে বৃষ্টি নামে,
অথৈ সাগরের লোনাজলের মতো! কী দুঃসহ!
তৃষ্ণার্ত মন- সে জলে চুমুক দিতে পারে না!
তবুও সম্ভব নয়, মেঘেদের থেকে দূরে থাকা-
যদিও মাঝেমধ্যে সুখ সুখ অনুভূতি হয়,
যখন দুঃখরা কিছুটা সুপ্ত থাকে, বৃষ্টি বিরাম নেয় খানিক!
এভাবে, মূলত দুঃখদের চুমু খেয়ে খেয়ে-
বৃষ্টির শেষ স্রোত পর্যন্ত চলে অপেক্ষা দু'চোখের।
সীমানাহীন জলে ডুব দেয় জীবন, একদিন!