কামদেবী
-সাকিব জামাল
আমি প্রার্থনা করি
তোমাকে
তুমি কামনার দেবী।
তোমাকে অবাক
বিস্ময়ে দেখি আমি!
তোমার সুউন্নত বক্ষ
তোমার পেশীময় উরু
তোমার নাভীশৃঙ্গ
তোমার তরতাজা যোনি
সবই বাসনা অগ্নি!
তুমিই তাই
একমাত্র প্রার্থিত নারী।
তোমার ঠোঁট
তোমার চোখ
আমার ধ্বংস!
আমি নিজেকে আবিষ্কার করি
বেপরোয়া
জ্ঞানহীন
উন্মাদ
নাবিক
খুঁজে বেড়াই তাই
ভাস্কো দা গামা কিংবা কলম্বাসের মত
নতুন দেশ
নতুন প্রজন্ম।
প্রার্থনা করি তোমাকে
স্তুতি গাই তোমার
তোমার স্তনের,
যোনির আর
রাত্রিবেলায় তোমার সুনিপুণ
কর্মদক্ষতার।
আমার তৃষ্ণার্ত হৃদয়
পরিপূর্ণ হোক আজি
হে কামদেবী
তোমার অমৃত সুধায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন