হরিজন পল্লীগীতি!
- সাকিব জামাল
গতকাল রাতে, আমি আকাশে ভেসে বেড়েছি কিছুক্ষণ
আনন্দ শেষে, ক্লান্তি নামে, মেঘ করে মনে-
আমি গলে গলে ক্ষয়ে পরি!
রাস্তায় জ্বলছিলো সরকারি ল্যামপোস্ট,
সে আলোয় নিজেকে দেখি- বৃষ্টির ফোটা, পৃষ্ঠটানে বৃত্তবন্দি-
গোলাকার, স্বরূপ পরিবর্তনের চেস্টা যেখানে দুঃসাধ্য!
চিকচিক রোশনাই ছিলো স্বল্পস্থায়ী স্বপ্নের মতো!
তারপর, আরো আরো নিম্নমুখী অভিকর্ষজ বলে-
আমাকে ফেলে দেয় পথের ধুলোয়,
পদদলিত হতে থাকি অবিরত!
অদূরে হরিজন পল্লী। ভেসে আসে আজন্ম দুঃখের সুর।
আমি শুনি সে গান, আর কেউ শোনে কিনা জানি না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন