রাসেল সোনা
- সাকিব জামাল
আগস্ট এলে, মনটা কাঁদে-
রাসেল সোনার জন্যে,
শিশুদের মাঝে, খুঁজি তাঁকে-
হয়ে আমি হণ্যে।
জানি, সে আসবে না ফিরে-
এই বাংলায় আর,
তবু, মানতে কষ্ট হয় ভীষণ-
নির্মম মৃত্যু তার!
এতোটুকু সোনার শিশু
খুন করেছে যারা,
ওরা হায়েনা, ওরা শকুন
মন্দ মানুষ তারা!
বহুবছর পরে, হয়েছি খুশি-
খুনিদের হয়েছে ফাঁসি,
এসো বন্ধুরা, সারাজীবন আমরা-
রাসেলকে ভালোবাসি।
--------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন