আগস্টের শপথ
বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকর করা হয়েছে,
বাঙালির কলঙ্ক তিলক মুছে গেছে কিছুটা।
তবে জাতি পুরোপুরি কলঙ্কমুক্ত হয় নি বোধহয়!
হলফ করে বলা যায়, বঙ্গবন্ধুর সোনার বাংলায়-
যেসব দুর্বৃত্ত, দুর্জন ব্যক্তিরা এখনো
প্রতিনিয়ত বঙ্গবন্ধুর আদর্শকে খুন করছে,
মুখোশের আড়ালে থেকে, পঁচাত্তরের খুনিদের মতো-
ওরাও ভয়ঙ্কর ভীষণ! ওদের বিচার হওয়া উচিত।
মনস্তাত্ত্বিক ফাঁসি চাই ওদের।
চাই সামাজিকভাবে বয়কট করে-
মানসিকভাবে দূর্বল করে দেয়া হোক ওদের।
সর্বস্তরের বাঙালিকে, আগস্টে, নিতে হবে আদর্শিক শপথ,
দেশের দুর্বৃত্তায়নের চক্র ভেঙে ফেলাই হলো-
প্রস্তাবিত মনস্তাত্ত্বিক ফাঁসি কার্যকর করবার একমাত্র পথ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন