ইনসমনিয়া
যেদিন ভেঙেছো প্রেমের ঘর
আমার ঘুম আসে না তারপর,
সেদিন থেকে ইনসমনিয়া চোখে
দুঃখে ভরা এই অন্তর।।
সারারাত এখন জেগে থাকি
একলা একা ঘরে,
বিরহের ঝড় বয়ে চলে
বারোটি মাস ধরে।
দু চোখের পাতা দিয়েছে আড়ি
মিলে না পরস্পর।।
চোখেরা শুধু চেয়ে থাকে
তোমার পথের দিকে,
ফিরে আসার স্বপ্ন সকল
চায় না হোক ফিকে।
তোমার অপেক্ষায় চোখের পাতায়
নির্ঘুম অষ্ট প্রহর।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন