বুধবার, ২০ অক্টোবর, ২০২১

ডিয়ার কমরেডস

 ডিয়ার কমরেডস

- সাকিব জামাল


ডিয়ার কমরেডস, দেখো, সবুজ চত্বরগুলো-

ধীরে ধীরে হলদে-তামাটে হয়ে নিশ্চিহ্নপ্রায়।

শোষক একনায়ক ইউক্যালিপ্টাসে ঘিরে ধরেছে!

আলোক অধিকারহীনে ফুটছে না রঙিন ঘাসফুল।

নিরীহ লতা-গুল্মকুঞ্জ অনুর্বর ভূমিতে অসহায়।

হতাশায় ডুবে আছে ছোট ছোট বৃক্ষদল।

পৃথিবীর প্রান্তরে প্রান্তরে-

ইউক্যালিপ্টাস উপড়ে ফেলে, ছুটে চলো তাই-

সবুজ সমাজ রক্ষার দুরন্ত কৃষক হয়ে!

সাম্যতার ভূমিতে বাঁচুক- ঘাস, লতা, গুল্ম, গাছ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন