মিনিংলেস ড্রিম
- সাকিব জামাল
শরৎ রাত।
আকাশে টুকরো টুকরো শাদা শাদা বরফে'রা-
ঘিরে রেখেছে ভীষণ সুন্দরী চাঁদ!
আমি এক একলা পেঙ্গুইন,
বরফরাজ্যে অপটু প্রেমে।
তবুও ধীরে ধীরে হেঁটে এগোচ্ছি,
প্রায় কাছাকাছি, হঠাৎ
চন্দ্রাবতীর তুমুল টানে ওঠে জলোচ্ছাস।
ধপাস!
এরপর...
ভোর।
রোজ সকালে যেভাবে রাঙা চোখে-
ঘুম ভাঙে একলা আমার,
আজও তার ব্যতিক্রম হয় নি!
--------
কবিতাটি দৈনিক সমকালের কালের খেয়া এ প্রকাশিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন