শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

ধর্মফুল

 ধর্মফুল

- সাকিব জামাল


তোমার ধর্মফুলের সৌরভে- 

মুগ্ধ যত মানুষ, ততো সুন্দর তুমি, 

ততোটা নিকটবর্তী স্রষ্টার ভালোবাসার।

আর যদি অমানবিকতার সংক্রমণে-

সৌরভ রূপ নেয় দুর্গন্ধে, 

দূরে দূরে থাকবে সবাই।

ঘৃণা জিতে যাবে!

অথচ, জীবনবৃত্তান্ত পড়ে দেখো, 

ঘৃণা নয়, ভালোবাসা অর্জন করাই ছিল-

তোমার ধর্মগুরুর কাজ।



এবার, উত্তর ভেবো, তোমার ধর্মফুল-

সৌরভমাখা নাকি দুর্গন্ধময়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন