শনিবার, ৯ অক্টোবর, ২০২১

ত্রয়ী উপন্যাস

 ত্রয়ী উপন্যাস!

- সাকিব জামাল


তোমাকে নিবেদন করেছিলাম-

ভালোবাসার একগুচ্ছ কবিতা।

ফিরে ফিরে তুমি উপহার দিলে- 

কষ্টের গল্পসমগ্র।

সেসব প্রাক্তন কবিতা, 

সেসব প্রাক্তন গল্প,

তোমার বর্তমানের কাছে গোপন রাখা-

কী নিপুন ত্রয়ী উপন্যাস!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন