সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
ত্রয়ী উপন্যাস!
- সাকিব জামাল
তোমাকে নিবেদন করেছিলাম-
ভালোবাসার একগুচ্ছ কবিতা।
ফিরে ফিরে তুমি উপহার দিলে-
কষ্টের গল্পসমগ্র।
সেসব প্রাক্তন কবিতা,
সেসব প্রাক্তন গল্প,
তোমার বর্তমানের কাছে গোপন রাখা-
কী নিপুন ত্রয়ী উপন্যাস!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন