শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

আমি হয়ে উঠি- জীবনানন্দ দাশ

 আমি হয়ে উঠি- জীবনানন্দ দাশ!

- সাকিব জামাল


দিন, দিনান্তে-

সুখটুকু নিয়ে উড়ে যায় সময়পাখি,

দুঃখেরা উৎসবে মাতে আমার বারান্দায়।

আমি হয়ে উঠি- জীবনানন্দ দাশ!

শ্রীহীন ধুসর ক্যানভাসে,

সেনহীন, আমি আঁকি- 

একলা শালিখের বিরহবোধ।

কমলালেবুর গন্ধ সাথে, 

একটি নদী বয়ে চলে- 

সভ্যতারূপে, অবিরাম একাকী!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন