শনিবার, ২০ আগস্ট, ২০২২

মায়াবিনী

 মায়াবিনী

- সাকিব জামাল


তারপর, এলো, চোখে চোখ রাখার পালা।

চন্দ্রমাসের মধ্যসময়ে-

জলে জোছনাভরা যৌবন, প্লাবিত বদ্বীপ।

সখি বলে, "সাঁই চায়,

দুজনে ডুবাই,

অথৈ প্রেমে-

পবিত্র নহরে নহরে!"

দমক্লান্ত ঘুম শেষে,

দেখি আমি, ঘুরে বেড়াই- 

একা, অকূল দরিয়ার ঘাটে।

অথচ, কী দুর্ভাগ্য আমার, 

বারো চান্দেও সাঁইয়ের দেখা না-পাই!

সভ্যতার স্মারক

 সভ্যতার স্মারক

- সাকিব জামাল


পৃথিবীর সমস্ত পথ আজ, যেন মিশে গেছে- 

অন্ধকার সুড়ঙ্গের মোহনায়।

পথিকেরা বিভ্রান্ত! 

অথচ, কথা ছিলো, আমাদের অভিযাত্রা হবে- 

আলোর দিকে, সভ্যতা উত্তরণের সংগ্রামে।

শুধু প্রাণ থেকে বিবর্তিত প্রাণী হবো না আমরা!

হবো সমৃদ্ধ মানবতার উৎকৃষ্ট ধারক।

প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, ভুলতে বসেছি, 

সেই স্মারক!

আদিম যুগে যা স্বাক্ষর করেছিলাম-

উন্নত সভ্যতার স্বাপ্নিক অক্ষরে, 

মানবিক পৃথিবী গড়ার প্রত্যাশায়!

বুলন্দ দরজা

 বুলন্দ দরজা

- সাকিব জামাল


অপ্রিয় ভেবে, কোন দুয়ার বন্ধ করবে তুমি, বন্ধু?

আমি যে চেয়ে থাকি কেবল আকাশের দিকে!



জীবন যখন আটকে পড়ে মোহাচ্ছন্ন পৃথিবীর ছলে-

নিরাশা নৃত্য করে মনের ঘরে,

বৈঠা ছেড়ে দেয়- স্বপ্ন মাঝি,

অন্ধকারে গিলে খায় চলার পথ,

রহমের বৃষ্টি খোঁজে অস্থির নিউরন!

আকাশ তখন অসীম আশ্রয়ে-

ডেকে ডেকে আমায় খুলে দেয় বুলন্দ দরজা।

আর কোন দুয়ারে- আমি দু'হাত তুলি না!



শুদ্ধতার প্রত্যাশায়, ইস্তিগফার শেষে-

কৃতজ্ঞ চিত্তে বলি, শুকরিয়া, আল-হামদুলিল্লাহ!

শনিবার, ৬ আগস্ট, ২০২২

স্মৃতির সিন্দুক

 স্মৃতির সিন্দুক

- সাকিব জামাল


স্মৃতির সিন্দুক খুলে দেখি তোমারে বারবার। 

কী আশ্চর্য! ঋতু বদলে যেমন বদলে যায় ফুল, 

তুমিও নিজের রঙ বদলে ফেলেছ বেশ!

অথচ, আমি সেই কালো ভ্রমর হয়ে আছি-

অপরিবর্তিত দীর্ঘকাল।

বাহারি বাহানার সৌরভ তোমার

ঠিকই বুঝি, ঠিকই চিনি।

শুধু খুঁজে পাই না- প্রেম।

অবাক হই! 

কী দ্রুত মুছে যায় সব, প্রাক্তন হলে একবার!

শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

মনের মানুষ

 মনের মানুষ

- সাকিব জামাল


তা থৈ থৈ অথৈ জলে ডুবে মরি- তোমার প্রেমে।

ফের জাগি আশায়,

বারবার ডুবে মরবার সুখে!

কী দারুণ কেরামতি, ঐ লৌকিক দেহে!

অবাক হয়ে আকাশে তাঁকিয় রই,

কূল কিনারা না-পাই, 

না-পাই তোমার ঠাই!

তুমি, কেমন গোপন গোপন, আবার প্রকাশ্য সই!

যাত্রাপথ

 যাত্রাপথ

- সাকিব জামাল


হে থার্ড ওয়ার্ল্ড, পেছনে জঙ্গল, সামনে মঙ্গল। 

যাত্রাপথ- বিবেচনার।

পেছনে মিথ, সামনে বিজ্ঞান। 

যাত্রাপথ- সভ্যতার। 

দৃষ্টি তোমার, ইচ্ছেখুশি তাকাও!

মন তোমার, ভাবনায় ডুবাও!



কোন পথে মুক্তি?



নিশ্চয়ই স্যাপিয়েন্স,

পেছনের দিকে হাটেনি কখনও! 

সামনে চলো, রহস্যভেদের নেশায়- 

তুমিও তুমুলকরে মাতো!

মহাবৈশ্বিক এই দৌড় থেকে ছিটকে পড়ে,

আগামী প্রজন্মের কাছে-

হারিয়ে যাওয়া নৃতাত্ত্বিক গল্প হবার যুক্তি নেই কোনও!

তবু তুমি থেকো ভালো!

 তবু তুমি থেকো ভালো!

- সাকিব জামাল


তোমাকে ছাড়া-

আমি ভালো নেই খুব একটা,

        তবু তুমি থেকো ভালো!

আমার এখানে আঁধার নামে নামুক,

তোমার জীবনে জ্বলুক আলো!

তবু তুমি থেকো ভালো...



অতীতের পাখিরা ডেকে ডেকে যায়

বলে, আমারও ছিল সুদিন,

ভালোবাসার বাহারি রঙে ভরা

             রোদেলা রঙিন।

মেঘে মেঘে এখন ঢেকে গেছে আকাশ

     ভয় ভয়, কালো কালো!

তবু তুমি থেকো ভালো...



বুঝি বুঝি আজ, তোমার সুখের সমুদ্দুর 

      ছুটে চলে বহুদূর, 

আমার নদী স্রোতহীন ভীষণ 

বিরহ রাগিনী ভরপুর।

হারানো সুরেই সই, আমি বেঁচে রই

    কষ্ট না-হয় একটু হলো!

তবু তুমি থেকো ভালো...

----

(মূলত এটি গানের কবিতা।)