শনিবার, ২০ আগস্ট, ২০২২

বুলন্দ দরজা

 বুলন্দ দরজা

- সাকিব জামাল


অপ্রিয় ভেবে, কোন দুয়ার বন্ধ করবে তুমি, বন্ধু?

আমি যে চেয়ে থাকি কেবল আকাশের দিকে!



জীবন যখন আটকে পড়ে মোহাচ্ছন্ন পৃথিবীর ছলে-

নিরাশা নৃত্য করে মনের ঘরে,

বৈঠা ছেড়ে দেয়- স্বপ্ন মাঝি,

অন্ধকারে গিলে খায় চলার পথ,

রহমের বৃষ্টি খোঁজে অস্থির নিউরন!

আকাশ তখন অসীম আশ্রয়ে-

ডেকে ডেকে আমায় খুলে দেয় বুলন্দ দরজা।

আর কোন দুয়ারে- আমি দু'হাত তুলি না!



শুদ্ধতার প্রত্যাশায়, ইস্তিগফার শেষে-

কৃতজ্ঞ চিত্তে বলি, শুকরিয়া, আল-হামদুলিল্লাহ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন