শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

মনের মানুষ

 মনের মানুষ

- সাকিব জামাল


তা থৈ থৈ অথৈ জলে ডুবে মরি- তোমার প্রেমে।

ফের জাগি আশায়,

বারবার ডুবে মরবার সুখে!

কী দারুণ কেরামতি, ঐ লৌকিক দেহে!

অবাক হয়ে আকাশে তাঁকিয় রই,

কূল কিনারা না-পাই, 

না-পাই তোমার ঠাই!

তুমি, কেমন গোপন গোপন, আবার প্রকাশ্য সই!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন