শনিবার, ২০ আগস্ট, ২০২২

সভ্যতার স্মারক

 সভ্যতার স্মারক

- সাকিব জামাল


পৃথিবীর সমস্ত পথ আজ, যেন মিশে গেছে- 

অন্ধকার সুড়ঙ্গের মোহনায়।

পথিকেরা বিভ্রান্ত! 

অথচ, কথা ছিলো, আমাদের অভিযাত্রা হবে- 

আলোর দিকে, সভ্যতা উত্তরণের সংগ্রামে।

শুধু প্রাণ থেকে বিবর্তিত প্রাণী হবো না আমরা!

হবো সমৃদ্ধ মানবতার উৎকৃষ্ট ধারক।

প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, ভুলতে বসেছি, 

সেই স্মারক!

আদিম যুগে যা স্বাক্ষর করেছিলাম-

উন্নত সভ্যতার স্বাপ্নিক অক্ষরে, 

মানবিক পৃথিবী গড়ার প্রত্যাশায়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন