শনিবার, ২০ আগস্ট, ২০২২

মায়াবিনী

 মায়াবিনী

- সাকিব জামাল


তারপর, এলো, চোখে চোখ রাখার পালা।

চন্দ্রমাসের মধ্যসময়ে-

জলে জোছনাভরা যৌবন, প্লাবিত বদ্বীপ।

সখি বলে, "সাঁই চায়,

দুজনে ডুবাই,

অথৈ প্রেমে-

পবিত্র নহরে নহরে!"

দমক্লান্ত ঘুম শেষে,

দেখি আমি, ঘুরে বেড়াই- 

একা, অকূল দরিয়ার ঘাটে।

অথচ, কী দুর্ভাগ্য আমার, 

বারো চান্দেও সাঁইয়ের দেখা না-পাই!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন