শনিবার, ৬ আগস্ট, ২০২২

স্মৃতির সিন্দুক

 স্মৃতির সিন্দুক

- সাকিব জামাল


স্মৃতির সিন্দুক খুলে দেখি তোমারে বারবার। 

কী আশ্চর্য! ঋতু বদলে যেমন বদলে যায় ফুল, 

তুমিও নিজের রঙ বদলে ফেলেছ বেশ!

অথচ, আমি সেই কালো ভ্রমর হয়ে আছি-

অপরিবর্তিত দীর্ঘকাল।

বাহারি বাহানার সৌরভ তোমার

ঠিকই বুঝি, ঠিকই চিনি।

শুধু খুঁজে পাই না- প্রেম।

অবাক হই! 

কী দ্রুত মুছে যায় সব, প্রাক্তন হলে একবার!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন