শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

মনপাখি

 মনপাখি

- সাকিব জামাল


একটি পাখি, উড়ে উড়ে ঘুরে বেড়ায়-

মনের আঙিনায়!

নাম কি তার জানি না,

বাসা কোথায় চিনি না,

দিনরাত তবু ডুবে থাকি-

তারই কামনায়।।



পাখিটি রূপে কালো গুণে সাদা,

কাজল চোখ প্রেমে আঁকা,

অঙ্গে অঙ্গে জমে আছে ভীষণ মমতা!

সেই পাখিটির জন্যই আমার-

মনটা পাগলপ্রায়।।



পাখিটি যখন ডাকে প্রেমের সুরে,

থাকা যায় না আর যে দূরে।

কাছে যাবার পথ জানি না, আমি-

মরি যন্ত্রণায়।।

কোথাও নেই হিমু!

 কোথাও নেই হিমু!

- সাকিব জামাল


জীবনের বাস্তবতায়-

হারিয়ে গেছে হিমু হবার সাধ!

কলো কালো রঙের থাবায়-

প্রশান্তির হলুদেও মিশেছে বিষাদ।

মনের কোণে নেই সবুজ মাঠ। 

শুধু কংক্রিটে রূপান্তর প্রকল্প চলে হালে।

উদ্দীপ্ত নিউরনসমস্ত নিমগ্ন আজ- 

অনাকাঙ্খিত লৌকিক মায়াজালে।

অবশেষে,

ধীরে ধীরে নেমে আসে-

প্রেমিকাহীন জীবনানন্দের মতো অবসাদ।

হারিয়ে গেছে হিমু হবার সাধ!

স্বর্গগন্ধা মেয়ে

 স্বর্গগন্ধা মেয়ে

- সাকিব জামাল


স্বর্গফুলের ঘ্রাণ আমি পৃথিবীতেই পাই,

যখন তুমি ফোটো আমার মনের আঙিনায়!

ভাঁজে ভাঁজে তোমার- 

সুখের নহর, ডাকে আমায় অষ্টপ্রহর!

কল্পনায় উড়ি আমি- 

প্রজাপতির ডানায়! বাহানায়, বাহানায়-

কেটে যায় সময়। অন্তিমে নিজেকে হারাই-

ক্ষুধার্ত মাকড়সার জালে! 

বাঁচবার উপায় বলো, মেয়ে, ইহকালে!

ধর্মতলা বাজার

 ধর্মতলা বাজার

- সাকিব জামাল


ধর্মতলায় গিয়ে দেখি-

সেখানেও আছে বাটপারি,

মিথ্যে কথার পসরা খুলে

চলছে নানান কারবারি!

   

   এই বাজারে আমজনতা

   ক্রেতা হয়ে খায় ধকল,

   গুরু সাজা বিক্রেতাদের

   পণ্যগুলো সব নকল!



এই বাজারে যারাই যায়

টাকা হারায়, বুদ্ধি হারায়।

বাঁচাতে হলে- মানবতা,

এই বাজার দাও বিদায়!

রমণফুল

 রমণফুল

- সাকিব জামাল


রেণুময় দখিনের হাওয়ায়, দোলা দেয় রমণফুল।

লজ্জায় না-লুকিয়ে, পেখম খোলে পাপড়ির মাস্তুল।

সৃষ্টির স্বপ্নে মাতাল হয় মন,

সভ্যতার আলো পায়- আদিম বন!

পবিত্র চক্রে, নারীবক্ষে, প্রেমেই বাঁচে মানবকুল।

শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

ভাঙা প্রেমের স্মৃতি

 ভাঙা প্রেমের স্মৃতি

- সাকিব জামাল


জানি দেখা হবে না, হবে না দেখা

আর কোনদিন!

প্রেমের আলোয় আঁকা স্বপ্নসকল

আঁধারে হয়েছে বিলীন।।



যদি না-রাখো চোখে, না-রাখো মনে

দুঃখ নেই আমার! 

যতোটুকু পেয়েছি সেই তো অনেক

কী করে মেটাবো সে ঋণ?



যেখানে সুখ পাও, সেখানে তুমি যাও

অভিযোগ নেই আমার!

ভাঙা প্রেমের এই স্মৃতি নিয়েই-

আমি বাঁচবো বাকি দিন।।

একটি সাইকেল আর একটি খোলা জানালা

 একটি সাইকেল আর একটি খোলা জানালা

- সাকিব জামাল


একটি সাইকেল আর একটি খোলা জানালা

প্রতিদিনের গ্রামীণ সন্ধ্যায়,

কথা কয়-

ভীষণ মমতায়। 

ক্রিং ক্রিং সুরে, যুগল চোখে,

মনসিজের আঁকা-

দারুণ এক উপন্যাস!

রোমান্টিক অথবা ট্র্যাজিক?

ক্লাইমেক্স ভাবনায়- 

পাড়া-পড়শি ভোগে অস্থির ইনসমনিয়ায়!

শরৎ এসে গেছে

 শরৎ এসে গেছে

- সাকিব জামাল


আকাশের নন্দিত নীল, বলে, শরৎ এসে গেছে।

দখিনের কোমল বাতাস, বলে, শরৎ এসে গেছে।

অথচ তুমি কাছে আসোনি তাই

মন বলে, শরৎ আসে নাই, আসে নাই!



তা থৈ থৈ বিলে শাপলার ফুল, বলে, শরৎ এসে গেছে।

সবুজের মাঠে শাদা কাশবন, বলে, শরৎ এসে গেছে।

অথচ তুমি ভালোবাসোনি তাই

মন বলে, শরৎ আসে নাই, আসে নাই!



উল্টো অনুভূতির এই রথে,

যদি তুমি-

পরো নীল শাড়ি, দাও লালটিপ। আর কাজল চোখে,

চলো নুপুরের সুরে সুরে!

তোমার স্পর্শেই তখন, মন বলে, প্রকৃতির রঙে মিশে-

শরৎ এসে গেছে!