শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

ভাঙা প্রেমের স্মৃতি

 ভাঙা প্রেমের স্মৃতি

- সাকিব জামাল


জানি দেখা হবে না, হবে না দেখা

আর কোনদিন!

প্রেমের আলোয় আঁকা স্বপ্নসকল

আঁধারে হয়েছে বিলীন।।



যদি না-রাখো চোখে, না-রাখো মনে

দুঃখ নেই আমার! 

যতোটুকু পেয়েছি সেই তো অনেক

কী করে মেটাবো সে ঋণ?



যেখানে সুখ পাও, সেখানে তুমি যাও

অভিযোগ নেই আমার!

ভাঙা প্রেমের এই স্মৃতি নিয়েই-

আমি বাঁচবো বাকি দিন।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন