একটি সাইকেল আর একটি খোলা জানালা
- সাকিব জামাল
একটি সাইকেল আর একটি খোলা জানালা
প্রতিদিনের গ্রামীণ সন্ধ্যায়,
কথা কয়-
ভীষণ মমতায়।
ক্রিং ক্রিং সুরে, যুগল চোখে,
মনসিজের আঁকা-
দারুণ এক উপন্যাস!
রোমান্টিক অথবা ট্র্যাজিক?
ক্লাইমেক্স ভাবনায়-
পাড়া-পড়শি ভোগে অস্থির ইনসমনিয়ায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন