শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

স্বর্গগন্ধা মেয়ে

 স্বর্গগন্ধা মেয়ে

- সাকিব জামাল


স্বর্গফুলের ঘ্রাণ আমি পৃথিবীতেই পাই,

যখন তুমি ফোটো আমার মনের আঙিনায়!

ভাঁজে ভাঁজে তোমার- 

সুখের নহর, ডাকে আমায় অষ্টপ্রহর!

কল্পনায় উড়ি আমি- 

প্রজাপতির ডানায়! বাহানায়, বাহানায়-

কেটে যায় সময়। অন্তিমে নিজেকে হারাই-

ক্ষুধার্ত মাকড়সার জালে! 

বাঁচবার উপায় বলো, মেয়ে, ইহকালে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন