সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
রমণফুল
- সাকিব জামাল
রেণুময় দখিনের হাওয়ায়, দোলা দেয় রমণফুল।
লজ্জায় না-লুকিয়ে, পেখম খোলে পাপড়ির মাস্তুল।
সৃষ্টির স্বপ্নে মাতাল হয় মন,
সভ্যতার আলো পায়- আদিম বন!
পবিত্র চক্রে, নারীবক্ষে, প্রেমেই বাঁচে মানবকুল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন