মনপাখি
- সাকিব জামাল
একটি পাখি, উড়ে উড়ে ঘুরে বেড়ায়-
মনের আঙিনায়!
নাম কি তার জানি না,
বাসা কোথায় চিনি না,
দিনরাত তবু ডুবে থাকি-
তারই কামনায়।।
পাখিটি রূপে কালো গুণে সাদা,
কাজল চোখ প্রেমে আঁকা,
অঙ্গে অঙ্গে জমে আছে ভীষণ মমতা!
সেই পাখিটির জন্যই আমার-
মনটা পাগলপ্রায়।।
পাখিটি যখন ডাকে প্রেমের সুরে,
থাকা যায় না আর যে দূরে।
কাছে যাবার পথ জানি না, আমি-
মরি যন্ত্রণায়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন