শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

ডাহুক

 ডাহুক

- সাকিব জামাল


আমার হৃদয়পোড়া কাজল রঙে

রাঙাবো তোমার চোখ,

বুঝবে তখন, প্রিয়তমাকে না-দেখা

কতো বড় শোক!



এই শোকে- দিনমান জ্বলে 

তপ্ত সূর্য মন আকাশে!

এই শোকে- রাতভর চলে

বিরহ মাতম দীর্ঘশ্বাসে!



থাক, এসব ব্যাখ্যা আমার

আমার কাছেই থাক।

তবু বর্ষার দিনে প্রথম বৃষ্টিতে-

ডাহুক ডেকে যাক!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন