সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
শিশির পড়ে চুপি চুপি
- সাকিব জামাল
রাত্রির বুকে,
চাঁদের জলে চাঁদ ডুবে যায়
উষ্ণ সুখে!
ভোরের নেশায় ঘোরে কাটে
যুগল যাপন,
শুদ্ধ স্নানে- মুগ্ধ ফুলের
সকল কাঁপন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন