সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
হিমার্দ্র দিনরাত
- সাকিব জামাল
পৌষবৃষ্টি। হিমার্দ্র দিনরাত।
মন উচাটন!
উষ্ণতার জন্যে-
তোমার স্পর্শ প্রয়োজন।
বিরহ বরফ ভেঙে-
দেখা দাও, সূর্যসখি।
ঝরাপাতার জীবনে
একটু সজীব চুমু মাখি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন