শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

মায়াঘর

 মায়াঘর

- সাকিব জামাল


একলা শালিখ আমি। উড়ে বেড়াই- 

তোমার বুকে বাসার খোঁজে। 

অনুমতি দাও, নারীবৃক্ষ!

তোমার তিন ডালের মোহনায়, 

ত্রিভুজ অনুভূতি ভেঙে- 

'একক এবং অদ্বিতীয়' 

একটি বাড়ির বন্দোবস্ত করি- 

ভালোবেসে। জন্ম থেকে জন্মান্তরে

দেখা হোক, আমাদের- 

শামস তাবরিজি'র ঘরে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন