এখনো ঘুমাও নি তুমি?
- সাকিব জামাল
রাত্রির গভীরতা বাড়তে থাকে
চাঁদ ঘুমতো যায় সূর্যের দেশে!
নির্জনতার মাধুরী মেশানো রবীন্দ্রনাথ সঙ্গীতের সুর
ধীরে ধীরে রূপ পাল্টাতে থাকে ভৈরবী রাগে!
একের পর এক নিভতে থাকা
শহুরে বাতিগুলো নিমন্ত্রণ করে
রোমান্টিক গাঢ় অন্ধকার! অথচ...
এখনো ঘুমাও নি তুমি?
যতো রাত জেগে থাকি,
এ কথাটি আমায়-
এখন আর বলে না কেউ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন