চাঁদরাত
- সাকিব জামাল
আমি চেয়ে থাকি, চেয়ে থাকি তোমার আকাশে
তুমি হেসে দিলেই শুরু হয় ঈদ আমার!
উচ্ছাসে, গেয়ে ওঠে হৃদয়ের গহীনে
কত পাখি কত সুরে- অগণন!
সুরভি ফুলের পোশাকে সাজে নিউরনকুঞ্জ;
মগ্ন পাঠে তোমার ব্যস্ত সারাক্ষণ।
আহ্! কী সফল ঈদ!
এক ফালি চিরন্তন চাঁদ হোক তোমার ঠোঁট।
ঈদ হোক আমার অনন্তকাল- সীমানাবিহীন প্রেমে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন