সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
টিপ
- সাকিব জামাল
তোমার ইশকে-
ঘুরি আমি লাটিমের মতো।
তোমার কপালে টিপ যেমন;
স্থির করে দাও আমায়।
বিলীন হই আমি, তোমার মাঝে-
মানডালার রেখায় রেখায়।
বাতি জ্বলুক প্রেমে-
মোকামে, মোকামে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন