মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

রোদ্দুর মুছে যাবার শেষে

 রোদ্দুর মুছে যাবার শেষে

- সাকিব জামাল


জীবনানন্দ নেই প্রিয়! দীর্ঘশ্বাস কমাতে 

তোমার প্রেমে পড়েছিলাম তাই। 

অথচ তোমার সাথে দেখা হবার পরে

দীর্ঘশ্বাস বেড়ে গেছে আরো বহুগুন।

তুমিও হারিয়ে ফেললে ঢেউ;

ধানসিঁড়ি নদীর মতন?

দুঃখবোধ এখানেই! রোদ্দুর মুছে যাবার শেষে,

এখন আর নাটোরে বেড়াতে আসে না কেউ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন