সোমবার, ১ এপ্রিল, ২০২৪

প্রার্থনা

 প্রার্থনা

- সাকিব জামাল


যখন সূর্য হেলে পড়ে

আমিও অবনত হই- তোমার প্রেমে!

ধীরে ধীরে নৈসর্গিক মায়ায়

কী দারুণ নিস্তব্ধতা নেমে আসে! আমি কথা কই, 

কথা কই তোমার সাথে বারবার।

তবুও কেন ডুবে রই তুমিহীন- অথৈ দরিয়ায়?

কতকাল হয়ে গেল, জনম যায় যায় প্রায়

আমায় তুমি নায়ে তোল না! 

প্রেমের গান আমার

কবুল করো মাঝি তোমারই দয়ায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন