সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
প্রেম
- সাকিব জামাল
শার্টের বোতাম খুলে দিয়েছি
লিলুয়া বাতাস তূমি চুমো দিয়ে যাও।
বুকের দহন আমার
চুষে নাও প্রেমে!
আমাকে ভাঙো-গড়ো।
করো রেণুময়।
ভেসে গিয়ে বসে পড়ুক স্বপ্ন, ফুলের ভাঁজে।
জিকির হোক ভালোবাসার!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন