নাগরিক অমাবস্যা!
- সাকিব জামাল
এই শহরে-
নৈঃস্বর্গিক পূর্ণিমা শুধু আকাশে থাকে।
'নাগরিক অমাবস্যা' এখানে বারোমাস!
নষ্ট অন্ধকারে ডুবে আছে-
গণশৌচাগার থেকে গণ সম্পর্কযুুক্ত প্রায় সব প্রতিষ্ঠান!
এই শহরে-
জনপথে, রাজপথে, 'জোছনা' তোমরা কোথায় দেখো?
কার আকাশে, কোন আকাশে?