শনিবার, ২৬ জুন, ২০২১

নাগরিক অমাবস্যা

 নাগরিক অমাবস্যা!

- সাকিব জামাল


এই শহরে-

নৈঃস্বর্গিক পূর্ণিমা শুধু আকাশে থাকে।

'নাগরিক অমাবস্যা' এখানে বারোমাস!



নষ্ট অন্ধকারে ডুবে আছে- 

গণশৌচাগার থেকে গণ সম্পর্কযুুক্ত প্রায় সব প্রতিষ্ঠান!



এই শহরে-

জনপথে, রাজপথে, 'জোছনা' তোমরা কোথায় দেখো?

কার আকাশে, কোন আকাশে?

ছুমন্তর!

 ছুমন্তর!

- সাকিব জামাল


তুমি, কী আশ্চর্য এক ছুমন্তর!

স্পর্শে, ঝরনা হয়ে গেল- আমার পাথরচাপা অন্তর!

কোন প্রত্নবিদ জানতো না এতোদিন,

আমিও ছিলাম বেখবর!

তুমি এলে, বিষাদের মেঘ কেটে-

টলটলে জলে ডুবে গেল নীল আকাশ!

এ জল এখন বাঁধা জানে না, মোহনায় মিশে যায়। 

তুমি, নির্বিঘ্নে পান করো-

প্রবাহিত প্রেমের শরাব!

শান্ত সময়কে উত্তাল করে, আমি হই পরিব্রাজক।

ভৌগলিক পৃথিবীতে দেখবো-

যুগল পাহাড়, মাঝের উপত্যকা।

দেখবো, অগভীর কূপ। 

মাটির ভাঁজে লুকানো সমুদ্র!

দ্রুত দ্রুত শ্বাস প্রশ্বাসে, যৌথকাল যাপন শেষে-

পৃথিবীতে ফুটবে পরবর্তী ফুল!

এলিয়েনার জন্য ভালোবাসা!

 এলিয়েনার জন্য ভালোবাসা!

- সাকিব জামাল


আমি আর এলিয়েনা, সন্ধি করেছি পৃথিবী আর মঙ্গলের!

প্রেমের বন্ধনে, আলোর বেগ অতিক্রমে-

আমাদের দেখা হয়েছিল সপ্তর্ষিমন্ডলে!

সেখান থেকে তাঁকিয়ে দেখি-

কী সুন্দর পৃথিবী! কী দারুণ মঙ্গল!



তারপর, হাতে রেখে হাত, চোখে রেখে চোখ,

দু'জনেই সমস্বরে বলেছিলাম, 

"গ্রহে গ্রহে সবার জীবনটুকু সুখী হোক।"

লিপিবদ্ধ হলো প্রতিশ্রুতি, আমাদের প্রেমে-

নিরাপদ মহাকাশ। সবাই স্বাগত ভ্রমণে!



ভালোবেসে, তোমরাও কথা দাও- 

কখনো হবে না 'স্টার ওয়ার' মহাবিশ্বের বুকে!

অন্যমানুষ

 অন্যমানুষ

- সাকিব জামাল


বিরহ তাপদগ্ধ হয়ে, আমার কতো নদী জল- 

বৃষ্টি হয়ে আকাশে উড়ে গেল, কেউ জানে নি!



চোখে যে আগুন জ্বেলেছিলে তুমি,

মধ্যরাতে তা চৈত্রের সূর্য হতো প্রতিদিন! 

তীব্র দহনে, ক্লান্ত চোখের টাপুর টুপুর বর্ষা-

রাতেই বিদায় করেছি, ঐ সময়ের কর্পূর করে।

ভোরে, স্বাভাবিক থাকার মোহে!



সেইসব ক্ষণ জমেছে এখন, এই আষাঢ়ে, 

ভীষণ উল্লাসে, অন্যমানুষের চোখে- 

'খিচুড়ি খাবার' মেঘলাদিন হয়ে!



তোমারও কী আজ, ঐরূপ আনন্দ?

হিপোক্রেসি

 হিপোক্রেসি

- সাকিব জামাল


একদিন, জিজ্ঞেস করেছিলাম তাঁকে-

তুমি আমার কি হও?

রহস্যময় হাসি! উত্তর এলো-

"আমি তোমার 'যমুনা' হই!"

স্পষ্টতই, আমি বুঝিনি 

আথবা বুঝতে  চাইনি তার মানে, 

নির্বাক, অপলক চেয়ে থেকেছি শুধু!

নিঃশব্দ পায়ে, সে হেঁটে যায় দূরে...

যৌবনা চাঁদ জোছনা হারায় মেঘের কোলে!



অথচ, আজ, পড়ন্তবেলায়-

শুনি সাঁইজি'র গান!

কর্পোরেট বলয়ে বন্ধক রেখে জীবন,

ধরি, মুখোশে বাউল বাউল ভাব!

শনিবার, ১৯ জুন, ২০২১

শেষ দেখা

 শেষ দেখা

- সাকিব জামাল


মেঘের পালকিতে করে

উড়ে যাবো বহুদূরে,

ডাকো যতো পিছে আমায়

আসবো না আর ফিরে।

এই দেখা শেষ দেখা 

ভালো থেকো নতুন প্রেমে।।



অন্য কারো ভালোবাসায় 

সুখে থেকো অন্য ঘরে

আমার কথা পড়লে মনে

দেখো একটু বৃষ্টি ধরে।

এই দেখা শেষ দেখা

ভালো থেকো নতুন প্রেমে।।



মেঘ ভেঙে রোদ এলে

বুঝে নিও চিরতরে, 

আমার বিদায় এই ভুবনে 

বৃষ্টির সাথে ঝরে পড়ে। 

এই দেখা শেষ দেখা 

ভালো থেকো নতুন প্রেমে।।



(এটি মূলত গানের কবিতা।)

পায়রা অথবা প্রেম

 পায়রা অথবা প্রেম!

- সাকিব জামাল


পানকৌড়ি রঙ মেঘলাক্ষণ কেটে যাবার শেষে, 

আমাদের পথচলায়- কনিষ্ঠ আঙুলে আঙুলে হবে ভাব!

সে অপেক্ষায় মন, নীলজলের তিমির মতন

বারবার উঁকি দেয়, তোমার পথ চেয়ে চেয়ে...



অসময়ে নিয়ন্ত্রণ নেই কারো!



ক্লান্ত চোখ, ঝড়ো হাওয়ার ধুলিকণায় আহত হয় বারবার!

আহ্নিক চক্রে, পূর্ব থেকে পশ্চিমক্রমে-

পৃথিবীর বুকে নেমে আসে সন্ধ্যা,  

নিয়ন আলোয় ঝলসে ওঠে এক একটি রাজপথ।

তবুও রাত!



দুর্ভাগ্য আমাদের-

কারো আকাশে কোন 'সাদা পায়রা' ওড়ে নি আজও!

হাওয়া ছাড়া আদম বাঁচে না

 হাওয়া ছাড়া আদম বাঁচে না

- সাকিব জামাল


হাওয়া ছাড়া আদম বাঁচে না!

না, না, হাওয়া ছাড়া আদম বাঁচে না।



একা আদম দুঃখে ভাসে, 

বিরহ আগুনে পোড়ে,

হাওয়া প্রেমের দেখা বিনা-

ধরা সাজে না।।



বিচ্ছেদে দুঃখ বারবার,

আঁধার ভরা জগত সংসার, 

ভালোবাসার সাধনা ছাড়া

সুখ মেলে না।।



আদম-হাওয়া সুখের মিলন

ভালোবাসায় শুরু জীবন, 

মানব, জগত বুঝলো সবাই-

প্রেম ছাড়া জীবন চলে না।।

-------

এটি মূলত গানের কবিতা।

দুপুরবেলার ছেলেবেলা

 দুপুরবেলার ছেলেবেলা

- সাকিব জামাল


খালের উপর মাঝ বরাবর ঝুলন্ত গাছের ডাল,

সেখান থেকে লাফিয়ে পড়ে ল্যাংটা ছেলের পাল!

বাবা মাকে দিয়ে ফাঁকি, চুপচুপ, 

দম যতক্ষণ চলে ডুব, খুব খুব,

দুপুরবেলার ছেলেবেলা সে কী দারুণ বেসামাল!

বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

ইন আ রিলেশনশিপ!

 ইন আ রিলেশনশিপ!

- সাকিব জামাল


প্রেমে, মনের স্লেটে লেখি ভালোবাসার কবিতা।

বিরহে, ডাস্টার দিয়ে মুছি!



সম্পর্কের কথামালা- 

একচক্রে শেষ হয় না!

আবার লেখি, আবার মুছি..

লেখি, মুছি! মুছি, লেখি!

যেন 'টম এন্ড জেরি',

অবিরত কার্টুনে সময় চলে...



'নিউরন' প্রোডাকশন হাউজের পরিবেশনায়- 

করছি অভিনয়!

জীবনটা যতদিন দীর্ঘ, চলচ্চিত্র ততদিনের পূর্ণদৈর্ঘ্য।

অন্তরপুর

অন্তরপুর
- সাকিব জামাল

বহুদিন ধরে আমি করছি সন্ধান 
'অন্তরপুর' নামে আছে এক উদ্যান!


শুনেছি, সেখানে আছে একটি বাঘ,
ব্যাপক রাক্ষুসে, অস্থির হাঁক ডাক!
থাকে সেখানে আরো একটি হরিণ
অদ্ভুত সুন্দর, আর শান্ত রাতদিন!
ওরে ধরা, মারা, বাঁচার খেলা- 
সারাজীবন বহমান!
অন্তরপুর নামে আছে এক উদ্যান!


গুরু বলে, শোন, বাঘের স্বরূপ ভয়,
অন্তর মরে কেবল দেহ পরে রয়!
হরিণে- প্রেম বেশ, চঞ্চলা ভাব,
দেহ-মনে সদা সুখেরই ছাপ!
ওরে বাঘ তাড়িয়ে, হরিণ বাঁচিয়ে- 
ধর জীবনের গান!
অন্তরপুর নামে আছে এক উদ্যান!

ধর্ম ও মানবতা

 ধর্ম ও মানবতা

- সাকিব জামাল


ধর্ম তোমার যা হোক,

থেকো মানবতার স্বপক্ষের লোক।

খোয়াবভঙ্গ

 খোয়াবভঙ্গ

- সাকিব জামাল


আলো, শব্দে মেঘের নুপুর বাজে

মন আমার ময়ূরডানায় সাজে।

বাতাসে ভেসে ভেঙে ফেলি কপাট

যতখানি পারি করবো বৃষ্টি লোপাট!

হঠাৎ পড়ি মায়াবী এক ফাঁদে

নাঁচে 'পরি' একটি বাড়ির ছাদে!

মোড় ঘুরিয়ে উড়াল দিলাম তখন 

তাল মিলাতে 'তা ধিন ধিন' প্রবণ।

কাছে যেতে হারিয়ে গেল সে

মেঘ ভেঙে ইতোমধ্যে রোদ উঠেছে!

বৃষ্টিজলে স্নান কারার স্বপ্ন হলো শেষ 

খাঁ খাঁ রোদে পোড়ে এখন আমার অন্তরদেশ!

অনিবার্য বিচ্ছেদ

 অনিবার্য বিচ্ছেদ

- সাকিব জামাল


অবিশ্বাসে যখন মনের আড়াল হয় মন, 

অতীত স্মৃতিগুলো- 

সাদাকালো হয়ে যায়!

রঙিন প্রেমের- 

সব ধমনী, শিরা, উপশিরা 

ভোগে ভীষণ রক্ত শূন্যতায়!

ভালোবাসা তখন ক্লিনিক্যালি ডেড! 

শুরু হয়...

প্রাণহীন, একা থাকার দিন।

অবিশ্বাসে অনিবার্য বিচ্ছেদ।।

নফস

 নফস

- সাকিব জামাল


চাঁদের পাশে মেঘেরা ভাসে

প্রেমের পাশে ভাসে বিরহ!

তোমার ভেলায় ভাসি আমি

আলো আঁধারের গল্পসহ!

অবরুদ্ধ সত্যগান

 অবরুদ্ধ সত্যগান

- সাকিব জামাল


মাঝেমাঝে দু, একটি 'গায়ক' পাখি উঁকি দেয়,

কথা বোনে, করে সত্যের গান!



তখন হঠাৎ... 

আকাশে ওড়ে শকুনের দল, 

সাঙ্গোপাঙ্গরা চিল, ঈগল!

গায়ক পাখিদের ভয় দেখায়,

বলে ইঙ্গিতে, ইশারায়-  

"যদি কথা কও, গাও গান 

আর আমজনতা শোনে,

টুঁটি চেপে ধরা হবে, 

গেলে যেতেও পারে প্রাণ!"



এরপর থেকে... 

কন্ঠে অথবা কলমে- 

কথা ও গান অবরুদ্ধ হয়ে পরে দিন দিন!