পায়রা অথবা প্রেম!
- সাকিব জামাল
পানকৌড়ি রঙ মেঘলাক্ষণ কেটে যাবার শেষে,
আমাদের পথচলায়- কনিষ্ঠ আঙুলে আঙুলে হবে ভাব!
সে অপেক্ষায় মন, নীলজলের তিমির মতন
বারবার উঁকি দেয়, তোমার পথ চেয়ে চেয়ে...
অসময়ে নিয়ন্ত্রণ নেই কারো!
ক্লান্ত চোখ, ঝড়ো হাওয়ার ধুলিকণায় আহত হয় বারবার!
আহ্নিক চক্রে, পূর্ব থেকে পশ্চিমক্রমে-
পৃথিবীর বুকে নেমে আসে সন্ধ্যা,
নিয়ন আলোয় ঝলসে ওঠে এক একটি রাজপথ।
তবুও রাত!
দুর্ভাগ্য আমাদের-
কারো আকাশে কোন 'সাদা পায়রা' ওড়ে নি আজও!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন