শনিবার, ১৯ জুন, ২০২১

দুপুরবেলার ছেলেবেলা

 দুপুরবেলার ছেলেবেলা

- সাকিব জামাল


খালের উপর মাঝ বরাবর ঝুলন্ত গাছের ডাল,

সেখান থেকে লাফিয়ে পড়ে ল্যাংটা ছেলের পাল!

বাবা মাকে দিয়ে ফাঁকি, চুপচুপ, 

দম যতক্ষণ চলে ডুব, খুব খুব,

দুপুরবেলার ছেলেবেলা সে কী দারুণ বেসামাল!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন