বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

ইন আ রিলেশনশিপ!

 ইন আ রিলেশনশিপ!

- সাকিব জামাল


প্রেমে, মনের স্লেটে লেখি ভালোবাসার কবিতা।

বিরহে, ডাস্টার দিয়ে মুছি!



সম্পর্কের কথামালা- 

একচক্রে শেষ হয় না!

আবার লেখি, আবার মুছি..

লেখি, মুছি! মুছি, লেখি!

যেন 'টম এন্ড জেরি',

অবিরত কার্টুনে সময় চলে...



'নিউরন' প্রোডাকশন হাউজের পরিবেশনায়- 

করছি অভিনয়!

জীবনটা যতদিন দীর্ঘ, চলচ্চিত্র ততদিনের পূর্ণদৈর্ঘ্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন