শনিবার, ২৬ জুন, ২০২১

অন্যমানুষ

 অন্যমানুষ

- সাকিব জামাল


বিরহ তাপদগ্ধ হয়ে, আমার কতো নদী জল- 

বৃষ্টি হয়ে আকাশে উড়ে গেল, কেউ জানে নি!



চোখে যে আগুন জ্বেলেছিলে তুমি,

মধ্যরাতে তা চৈত্রের সূর্য হতো প্রতিদিন! 

তীব্র দহনে, ক্লান্ত চোখের টাপুর টুপুর বর্ষা-

রাতেই বিদায় করেছি, ঐ সময়ের কর্পূর করে।

ভোরে, স্বাভাবিক থাকার মোহে!



সেইসব ক্ষণ জমেছে এখন, এই আষাঢ়ে, 

ভীষণ উল্লাসে, অন্যমানুষের চোখে- 

'খিচুড়ি খাবার' মেঘলাদিন হয়ে!



তোমারও কী আজ, ঐরূপ আনন্দ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন