বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

খোয়াবভঙ্গ

 খোয়াবভঙ্গ

- সাকিব জামাল


আলো, শব্দে মেঘের নুপুর বাজে

মন আমার ময়ূরডানায় সাজে।

বাতাসে ভেসে ভেঙে ফেলি কপাট

যতখানি পারি করবো বৃষ্টি লোপাট!

হঠাৎ পড়ি মায়াবী এক ফাঁদে

নাঁচে 'পরি' একটি বাড়ির ছাদে!

মোড় ঘুরিয়ে উড়াল দিলাম তখন 

তাল মিলাতে 'তা ধিন ধিন' প্রবণ।

কাছে যেতে হারিয়ে গেল সে

মেঘ ভেঙে ইতোমধ্যে রোদ উঠেছে!

বৃষ্টিজলে স্নান কারার স্বপ্ন হলো শেষ 

খাঁ খাঁ রোদে পোড়ে এখন আমার অন্তরদেশ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন