বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

অনিবার্য বিচ্ছেদ

 অনিবার্য বিচ্ছেদ

- সাকিব জামাল


অবিশ্বাসে যখন মনের আড়াল হয় মন, 

অতীত স্মৃতিগুলো- 

সাদাকালো হয়ে যায়!

রঙিন প্রেমের- 

সব ধমনী, শিরা, উপশিরা 

ভোগে ভীষণ রক্ত শূন্যতায়!

ভালোবাসা তখন ক্লিনিক্যালি ডেড! 

শুরু হয়...

প্রাণহীন, একা থাকার দিন।

অবিশ্বাসে অনিবার্য বিচ্ছেদ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন