সংযম
- সাকিব জামাল
মন্দ ফুলের গন্ধও
অনেক সময় টানে,
নিয়ন্ত্রণ যে জানে
সে 'মানুষ' প্রাণে।
কথাদেবী
- সাকিব জামাল
তোমার কন্ঠে বাজে তানসেনের সুর।
মেঘমাল্লা হয়ে আমি-
করি মাতাল ওড়াউড়ি।
পাড়ি দেই- তেপান্তরের মাঠ,
সাত সমুদ্দুর।
পাপড়ির ভাঁজে ভাঁজে বৃষ্টি হয়ে ঝরি!
প্রেমচক্র
- সাকিব জামাল
হয়তো এই আমি, সামান্য 'প্লুটো' ছিলাম তোমার আকাশে- প্রেমিকের মর্যাদায়।
জীবনচক্রের একটি পর্যায়মাত্র। তারকা'র মতো!
তোমার মনের মহাজাগতিক পরিবর্তনে-
মর্যাদা হারিয়েছি।
এখন নেই কোন তালিকায়!
হস্তরেখার ক্রস চিহ্ন যখন ভাগ্যরেখায় এঁকে দেয় কাট্টি,
তখন বাঁধন ছিড়ে উড়ে যাওয়া ঘুড়ির মতো-
মুখ থুবড়ে পড়ে থাকতে হয় দূরে কোথাও,
সবুজ ঘাসের গালিচায়।
একা।
প্রেমে ফোঁটা অশ্রুফুলে বাসর সাজাই আমি!
বাঁশোকী ভূত
- সাকিব জামাল
ঘড়ির কাঁটা বারোটা ছুঁই ছুঁই!
ফিরছি বাসায়, একা।
তিন রাস্তার মোড়ে, কটকট শব্দ,
নুয়ে পড়ে বাঁশঝাড়, বাঁকা।
ডিঙিয়ে যেতে পারি না-
সর্বত্র অদৃশ্য দেয়াল,
আড়ালে ভূতেরা হি হি করে,
আমায় মারবার খেয়াল!
বাঁশের পর বাঁশ খেয়ে খেয়ে-
আমি চিৎপটাং রাস্তায়,
বড় বড় বাঁশোকী ভূতেদের-
ভূ-রাজনৈতিক ধান্ধায়!
শ্রাবণ শিস্
- সাকিব জামাল
টানা সাতদিন ধরে বৃষ্টি আমার মনউঠোনে-
সা রে গা মা পা ধা নি।
এক যোগ এক, এক প্রেমসত্তায়-
নাঁচছে মাটি, ত্রিমোহনা জল।
নাঁচছে দম, আকাশ অতল।
হারমোনিয়ামে এখন,
যেখানেই স্পর্শ করবে তুমি-
সহজে বাজবে শ্রাবণ শিস্, অদ্ভুত সুন্দর!
আপনজননীতি
- সাকিব জামাল
এলোমেলো ঝড়ো হাওয়া। দু'দল সুপারি গাছ। একদল আরেকদলের ফল ছিড়ছে, কান মলছে। পাতায় পাতায় করছে চুলোচুলি। এর গায়ে ও আঁচড় কাটে থেমে থেমে মহড়ায়। সময় গড়ায়, কেউ কেউ কোমর ভেঙে পরে থাকে বাগানটায়।
দুটো সারির মাথায় দুটো তালগাছ। দিব্যি দাড়িয়ে, বেখেয়ালে- বাতাসে পাতা ওড়ায়। গান ধরে, "আমি তোমাদেরই লোক।"
পাশ দিয়ে হেঁটে যায় এক বৃদ্ধ ভদ্রলোক।
ফিসফিস করে বলে, "সেই ব্রিটিশ আমল থেকে দেখে আসছি গরিবের ভাগ্যযোগ।"
একগুচ্ছ এক লাইন!
- সাকিব জামাল
১.
ট্রেন্ড | ফুড়ুৎ করে সময় ফড়িং হয়ে উড়ে যায়!
২.
সংগ্রাম | পদতলে ঘাসফুল উঁকি দেয় সূর্যপানে!
৩.
প্যানিক | ম্যাসেঞ্জারে টুং টাং কেঁপে ওঠে বর!
৪.
মৃত্যু | বড়ই পাতায় ঝুলে থাকে মৃত্যুরদল!
৫.
তৃপ্তি | কুয়োর জলেও শ্যাওলা পায় প্রাণ!
পলিদ্বীপের পালপিটিশন
- সাকিব জামাল
নদীর জাতিকাঃ পলিদ্বীপ। সৌরভমাখা গায়,
আশেপাশে উত্তাল সবাই, ঢেউ হতে চায়।
যদি ছোঁয়া যায়, নারীমাটিদেহ! ছলে, করতলে-
ধোঁয়ার আড়ালে সুখটান, মুখ ঢেকে চলে।
ঢেউয়ের পর ঢেউ আসে, হিংস্র জোঁকে ভরা,
দ্বীপটির অসহ্য লাগে- কামুক কুহকে ধরা।
কোথাও প্রেমিক নেই, মধ্যবিত্ত সুন্দরীতমার!
দেহ কামড়ে দেয়- অনাকাঙিক্ষত জলে,
পলিদ্বীপের পালপিটিশন অবিরত বেড়ে চলে!
আউলিয়া
- সাকিব জামাল
হাঁটে পথে পথে দিশাহীন পথিক যেন,
অথচ, মন তাঁর বিশ্ব ব্রহ্মাণ্ড খবরিয়া!
লৌকিক জনমে 'পাগল' বলে লোকে,
লুকিয়ে গেলে ডাকে। বলে, আউলিয়া!
বাক বাকুম
- সাকিব জামাল
পড়ন্ত বিকেল। বৃষ্টি পড়ছে। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আমি দেখছি-
একটি পায়রা, আনন্দে- ভিজছে, নাঁচছে, গাইছে, উড়ছে।
উড়ে উড়ে আমার পাশে এসে বলে যায়-
বাক বাকুম, বাক বাকুম! তোমার চেয়ে আমি স্বাধীন!
শুনে, ভাবছি, আমি কী আসলেই বাকরুদ্ধ? কতোদিন?
কোন কোন পত্রিকা হয়তো জানে সে খবর!
আর জানতে পারে- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, সদর দপ্তর!
দেখা হয়নি আর...
- সাকিব জামাল
কনিষ্ঠ আঙুলে আঙুলে হলো ভাব,
অনামিকায় অনামিকায় আংটি বদল,
মধ্যমা মাতাল ছিলো খুনসুটিতে,
তর্জনী করেছে আলতো আদর,
বৃদ্ধাঙ্গুলি সিঁদুর মাখে কপালে।
লাল রোশনাই, প্রেমে ডুবে যাই!
কিছুদিন পরে, চাওয়া পাওয়ার দ্বন্দ্বে,
ভালোবাসা পরিযায়ী পাখি হয়ে উড়ে যায়!
যুগল হাতে বাঁধানো প্রেমের চিহ্নে-
চর্তুদিক ঘিরে এখন নীল ক্যানভাস।
নীল দংশনে, আহত হই 'বিরহ' জংশনে!
সেই লাল, এই নীলে মিশে-
নেমে আসে কালো অন্ধকার!
কখনো আমাদের, দেখা হয়নি আর...
বৃষ্টি ও বিবিধ এজেন্ডা!
- সাকিব জামাল
মুষলধারে ঝরে পড়ছে বৃষ্টি...
শহরের রাস্তায়- যানবাহন সাঁতার কাটে পাল্লায়!
আমরাও ভেসে বেড়াই পাশে পাশে।
না-জানি কে, ড্রেনে পরে উড়ে যায় আকাশে!
ছাদে ঘাস নেই, বৃষ্টিতে ভিজে লাভ নেই কংক্রিটে।
মনের শান্তি শহরতলির নদীতে ডুবে যায়।
ও আশা নেই! ছিটিতে বাজে না হুইসেল!
ভিআইপি, সিআইপি, ভাইরাল আলোচনা শেষে,
গোলটেবিল বৈঠকে আমাদের অধিকার-
পরে থাকে বিবিধ এজেন্ডায়!
এলেম!
- সাকিব জামাল
কর্কশ কন্ঠের ওমে-
বেড়ে ওঠে কুহু কুহু সুর...
প্রমাণঃ কাক ও কোকিল!
খোলা চোখে- বাহ্যিকতামাত্র।
সহজে ধরা দেয় না প্রিয় প্রেম!
নির্জনে, ধ্যানে, গভীরে-
লুকানো প্রকৃষ্ট এলেম।
জীবন, জীবিকার দাস!
- সাকিব জামাল
দু'পায়ের গাড়ি, থেমে নেই বাড়ি,
রাজপথে চলে জীবিকার চক্কর!
ভুলে সব ভয়, যেমন হোক সময়,
ক্ষুধার কাছে তুচ্ছ মৃত্যুঘন প্রহর!
হাঙ্গার ইজ অলওয়েজ আনলকড।
হাঙ্গার ইজ...
অলওয়েজ আনলকড।
যত তর্ক ধরো, জীবন, না জীবিকা বড়?
ক্ষুধা থোড়াই কেয়ার করে বাহাস!
মাতৃগর্ভ থেকে শুরু মহাকালের গর্ভ পর্যন্ত গুরু,
জীবন্তমাত্রই জীবন, জীবিকার দাস!
বিলিভ ইট আদারওয়াইজ ইউ উইল বি শকড।
বিলিভ ইট আদারওয়াইজ...
ইউ উইল বি শকড।
তওবা
- সাকিব জামাল
হয়তো, প্রথমে, যুদ্ধে জিতে যায় শয়তান!
চুড়ান্ত যুদ্ধে বিজয়ী আদম!
পরিস্থিতিসাপেক্ষে, প্ররোচনার ভুলে-
স্থির থাকি না আমি, হতাশও নই।
অপেক্ষায় থাকি- চুড়ান্ত যুদ্ধের, বিজয়ের।
জানি, গন্ধম ভুলে-
তওবায় ফুটেছিল পৃথিবীফুল!
জানি, ট্রায়াল এন্ড এরর বেসিসে-
এগিয়ে চলে বৈজ্ঞানিক সভ্যতা!
জেনেটিকলি, 'আদম ডিএনএ' আমার দেহেও আছে!
আশারাখি তাই- তওবায়। রহমে খোদার-
আমিও পৌঁছে যাবো একদিন শুদ্ধতার মঞ্জিলে।