সোমবার, ৫ জুলাই, ২০২১

দেখা হয়নি আর...

 দেখা হয়নি আর...

- সাকিব জামাল


কনিষ্ঠ আঙুলে আঙুলে হলো ভাব,

অনামিকায় অনামিকায় আংটি বদল,

মধ্যমা মাতাল ছিলো খুনসুটিতে,

তর্জনী করেছে আলতো আদর,

বৃদ্ধাঙ্গুলি সিঁদুর মাখে কপালে।

লাল রোশনাই, প্রেমে ডুবে যাই!



কিছুদিন পরে, চাওয়া পাওয়ার দ্বন্দ্বে,

ভালোবাসা পরিযায়ী পাখি হয়ে উড়ে যায়!

যুগল হাতে বাঁধানো প্রেমের চিহ্নে-

চর্তুদিক ঘিরে এখন নীল ক্যানভাস।

নীল দংশনে, আহত হই 'বিরহ' জংশনে!



সেই লাল, এই নীলে মিশে- 

নেমে আসে কালো অন্ধকার!

কখনো আমাদের, দেখা হয়নি আর...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন